শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাক্তার-নার্সদের পাশাপাশি সমান ঝুঁকিতে কাজ করছেন গণপূর্তের প্রকৌশলীরা

সুজিৎ নন্দী : [২] প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হবো : প্রধান প্রকৌশলী

[৩] করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদের দিন, সাপ্তাহিক ছুটিদিনসহ ২৪ ঘন্টা ডাক্তার-নার্সদের সাথে সমানভাবে কাজ করছেন গণপূর্ত অধিদফতর। নির্দিষ্ট সময়ের আগেই কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ইউনিট নির্মাণের কাজ শেষ করছে গণপূর্ত অধিদফতরের পুরো দেশের অধিকাংশ প্রকৌশলী ও কর্মচারিরা। গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেন, করোনার বিরুদ্ধে এই যুদ্ধে চিকিৎসক নার্সরা সম্মুখযোদ্ধা এবং আমরা সহযোদ্ধা। এই যুদ্ধে গণপূর্ত প্রতিমন্ত্রী ও সচিবের নির্দেশে নিরলসভাবে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ যুদ্ধে আমরা জয়ী হবো ইনশাল্লাহ।

[৪} সবচেয়ে বড় চ্যালেঞ্জ একই সঙ্গে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে মন্ত্রী, এমপিসহ সব ভিআইপি এবং সরকারি বাসভবন ও বিভিন্ন ভবনে জীবাণুনাশক ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করছেন গণপূর্তের প্রকৌশলী ও কর্মচারিরা। এজন্য ২৪ ঘ্টা তারা মাঠে থাকছেন।

[৫] প্রধান প্রকৌশলী আশরাফুল আলম আরো বলেন, সারা দেশে গণপূর্তের প্রকৌশলীরা ২৪ ঘন্টা করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে এই কাজে সর্বশক্তি দিয়ে সহায়তা করতে ইতোমধ্যে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। এছাড়াও মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যে দেশের হতদরিদ্র মানুষের সাহায্যে ও ভাইরাসে আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রকৌশলীরা। রাজধানীসহ সারা দেশের গণপূর্তের প্রকৌশলীরা ঈদের দিনসহ পুরো ছুটিতে মাঠে থাকেছেন বলেও জানান, অধিদফতরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।

[৬] গণপূর্ত অধিদফতরের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের আগেই আশকোনার হজ ক্যাম্প কোয়ারেন্টাইনের উপযোগী করা, ১৯টি হাসপাতালে পিসিআর ল্যাবরেটরির অবকাঠামো নির্মাণ, ৪৮টি হাসপাতালে এক হাজারের শয্যার আইসোলেশন ইউনিট নির্মাণ, ৯টি হাসপাতালে ৯০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন, ১২টি হাসপাতালে ৪০০ শয্যার করোনা ইউনিট স্থাপন, আইইডিসিআরের নতুন ১০ তলা ভবনের নিচতলায় স্যাম্পল কালেকশন কক্ষ ও ক্যান্টিন এবং ডিউটি ডাক্তারদের থাকার জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তিনটি কক্ষকে আধুনিকায়নের মাধ্যমে ২৯ শয্যার আইসিইউ নির্মাণ এবং করোনা রোগীদের ব্যবহার সামগ্রী পোড়ানোর জন্য ইনসিনারেটর নির্মাণ, মুগদা জেনারেল হাসপাতালে ১৮০ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ১০ শয্যার আইসিইউ নির্মাণ করা হয়েছে।

[৭] বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা সার্কেল-২ -এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খালেদ হোসাইন বলেন, গণপূর্ত অধিদফতরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী করোনার শুরু থেকে কাজ করছেই না। এবার ঈদোর দিনে তারা পুরো সময় মাঠে থেকেছেন। আগামীকোরবানীর ঈদের দিনসহ সরকারি ছুটির দিনে তারা মাঠে থাকতে হবে তাদের। তিনি আরো বলেন, করোনাভাইরাসের মহামারির এই সময়ে সরকারি ছুটি চলমান থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে নতুন নতুন আইসিইউ, করোনা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড তৈরি, পিসিআর ল্যাব স্থাপন সংক্রান্ত কাজ, ইলেক্ট্রো মেডিকেল ইকুইপমেন্টে বিদ্যুৎ সংযোগ, সার্বক্ষণিক গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, পয়ঃপ্রণালী নিষ্কাষণসহ চিকিৎসা সহায়ক নানাবিধ কাজ করতে হচ্ছে গণপূর্তের প্রকৌশলীদের।

[৮] ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, বগুড়া, খুলনা মেডিকেলসহ ১৯টি হাসপাতালে পিসিআর ল্যাবরেটরির অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, নারায়ণগঞ্জ খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ জেলা হাসপাতাল, কুড়িগ্রাম জেলা হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজসহ ৪৮টি হাসপাতালে এক হাজার শয্যার আইসোলেশন ইউনিট নির্মাণ করা হয়েছে।

[৯] বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত উল্লাহ বলেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে পিসিআর ল্যাবরেটরির অবকাঠামো নির্মাণ, আইসোলেশন ইউনিট, কোয়ারেন্টাইন সেন্টার, করোনা ইউনিট স্থাপন ছাড়াও এসব স্থাপনাগুলোতে নিরবিছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ জীবাণুনাশক ছিটানোর কাজ নিয়মিত করছে। এছাড়াও ঢাকার মন্ত্রীপাড়াসহ সরকারি বিভিন্ন ভবন ও হাসপাতালগুলোতে জীবানুনাশক ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন্ন রাখা হয়েছে এবং হচ্ছে।

[১০] বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, সরকারি সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেলা পর্যায়ের প্রায় সব সরকারি হাসপাতালের অবকাঠামো তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্তের মাঠ পর্যায়ের প্রকৌশলীরা সফলতার সঙ্গে পালন করছেন। নির্দিষ্ট সময়ের আগেই আমরা অনেক কাজ শেষ করেছি। এখানে প্রকৌশলীদের জ্ঞান ও শ্রমকে কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে মাঠ পর্যায়ে প্রকৌশলীরা সেবা প্রদান করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়