শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে চা দোকানির ছেলে লিয়ন গোল্ডেন এ প্লাস পেয়েছেন,ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া

জামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) :চুয়াডাঙ্গার জীবননগর শহরের হাসপাতাল রোডের চা দোকানি আহসান কবির ও শাহনাজ পারভীন দম্পতির পুত্র শামীম আহম্মেদ লিয়ন উপজেলা শহরে অবস্থিত আদর্শ শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। মেধাবী ছাত্র লিয়নের বাবা আহসান কবিরের আয়ের একমাত্র উৎস চা বিক্রি।

[৩] আহসান কবির বলেন,আমার একমাত্র সন্তান লিয়নের ফলাফলে আমি চরম ভাবে খুশি হয়েছি। ছেলে আমার স্বপ্ন পুরণ করেছে। আমার আয়ের একমাত্র উৎস একটি ছোট চায়ের দোকান। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে ছেলের লেখাপড়ার পিঁছনে ব্যয় করি আর সংসার চালাই।

[৪] ছেলের ইচ্ছা সে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ইঞ্জিনিয়ার বানাতে হলে তো ভাল কলেজে ভর্তি করতে হবে এবং খরচও অনেক বেশী। আমার তো আর্থিক অবস্থা ভাল নয়। এখন আমি কি করব কি ভাবে টাকা জোগাড় হবে তা বুঝে উঠতে পারছি না। চা দোকানি কবির ছেলে গোল্ডেন এ প্লাস পাওয়ায় ভীষন আনন্দের মাঝেও চিন্তায় পড়েছেন কি ভাবে ছেলেকে ভাল কলেজে ভর্তি করবেন এবং ভর্তির টাকায় বা কি ভাবে জোগাড় করবেন?

[৫] জীবননগর আদর্শ শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম বলেন,দরিদ্র চা দোকানির ছেলে লিয়ন অত্যন্ত মেধাবী ছাত্র,সে আমার বিদ্যালয়ের গর্ব। লিয়ন পিএসসি ও জেএসসি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। আমার বিশ্বাস সে ভবিষ্যতে আরো অনেক ভাল করবে।

[৬] এসএসসি পরিক্ষা স্বপ্ন পুরণের প্রথম ধাপ। ভবিষ্যত সফলতার জন্য তাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। জীবনের সব বাধা অতিক্রম তাকে উচ্চ শিক্ষার গন্ডি পার হতে হবে। লিয়নদের মত হতদরিদ্র মেধাবীরা সকলের দোয়া আর সহযোগীতা না পেলে অকালেই ঝরে পড়তে পারে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়