শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গতরাতে শ্বাসকষ্ট থাকলেও এখন ভালো আছেন ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ : [২] গত রাতে শ্বাসকষ্ট, গলা ব্যাথা ও কাঁশি থাকলেও এখন আর নেই। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। শুক্রবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শওকত আলী আরমান আমাদের সময় ডটকমকে এ তথ্য জানান।

[৩] তিনি বলেন, ডা. জাফরুল্লাহর বয়স প্রায় ৮০ কোঠায়, সমস্যা তো কিছু আছেই। নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়, রুচির সমস্যা আছে, জ্বর আসে, শ্বাসকষ্ট হয়। গতরাতে নতুন কিছু ঔষধ দিয়েছি। সব মিলিয়ে সকাল থেকে তিনি ভালো আছেন।

[৪] গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, গত রাতে ডা. জাফরুল্লাহ অক্সিজেন ও নেবুলাইজারও নিয়েছিলেন। এখন আর কিছুই লাগছে না, মোটামুটি ভালো আছেন। সকালে নাস্তা ও ওষুধ খেয়েছেন তিনি।

[৪] শিরিন হকের বিষয়ে ডা. মোহাম্মদ শওকত আলী আরমান বলেন, প্রথম দু’দিন তিনি একটু অসুস্থ্য ছিলেন আজ মোটামোটি ভালো। শ্বাসকষ্টের সমস্যাটা কিছুটা রয়েছে। ছেলে বারিশ চৌধুরী ভালো আছেন।

[৫] তিনি আরো বলেন, বর্তমানে ডা. জাফরুল্লাহ রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৬] গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‌্যাপিড ডট বøট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

[৭] এর আগে, গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিছুটা শারীরিক অবনতি ঘটেছে। আপনাদের সকলের দোয়া চেয়েছেন ডা. চৌধুরী। তিনি বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত¡াবধানে আছেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়