শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ পর্যন্ত কোভিড-১৯ এ সংক্রামিত হয়ে ১৭, আর উপসর্গ নিয়ে ৫ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : [২] চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) হিসাব অনুযায়ী, কোভিড-১৯ এ সংক্রামিত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে ১৭ চিকিৎসক মারা গেছেন। পাঁচ চিকিৎসক মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া ভাইরাসটিতে এ যাবৎকাল পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬ জন চিকিৎসক।

[৩] এফডিএসআর’র যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

[৪] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, যেসব চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। যারা মারা গিয়েছেন, তাদের বেশিরভাগের ক্ষেত্রেও একই অবস্থা। হাসপাতালে কাজ করতে গিয়ে এসব চিকিৎসক আক্রান্ত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

[৫] অধ্যাপক ডা. নজরুল ইসলাম আরও বলেন, ‘চিকিৎসকরা তো এমনিতেই সচেতন। তারা তো কোনো গাফিলতি করছেন না। কাজের মধ্যেই হয়তো দুর্ঘটনাবশত কোনো কারণে তারা সংক্রমিত হয়েছেন। কোনো সময় এমনো হয়ে থাকতে পারে যে, তাড়াহুড়োর কারণে তারা পিপিই ব্যবহারের সুযোগই পায়নি।

[৬] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন যারা-
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন— বাংলাদেশে তিনিই প্রথম চিকিৎসক, যিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৩ মে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান। গত ১৩ মে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ডা. আবুল মোকারিম। ১৮ মে মারা যান ডা. আজিজুর রহমান রাজু। ২২ মে মারা যান মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডা. এমএ মতিন, একই দিনে মৃত্যু হয় ডা. কাজী দিলরুবা খানমের। ২৬ মে মৃত্যু হয় সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহমানের, একই দিনে মারা যান গাইনি বিশেষজ্ঞ ডা. আমিনা খান। ২৭ মে মারা যান অধ্যাপক ডা. মোশাররফ হোসেন। ৩০ মে মারা যান ডা. সাইদুর রহমান। গত ১ জুন মারা যান যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু। ২ জুন মৃত্যু হয় প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরীর। ৩ জুন মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসানুল করিম। একই দিনে মারা যান ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন ও ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. একেএম ওয়াহিদুল হক। আজ বৃহস্পতিবার মৃত্যু হয় ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুর রহমান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান।

[৭] কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মৃত্যু হলো যে ৫ জনের-
অধ্যাপক ডা. মাহবুবুল আলম, অধ্যাপক (অব.) আনিসুর রহমান, ডা. সারওয়ার ইবনে আজিজ, ডা. জাফর রুমি ও ডা. তাজউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়