শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালো আছেন খোরশেদ, করোনার সাথে নিউমোনিয়ার চিকিৎসা চলছে স্ত্রীর

ডেস্ক রিপোর্ট : [২] নারায়ণগঞ্জে মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া আলোচিত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনার করোনা ও নিউমোনিয়ার চিকিৎসা একই সাথে চলছে। শ্বাসকষ্ট হলেই দেয়া হচ্ছে অক্সিজেন। আগের চেয়ে লুনার অবস্থা একটু ভালো হলেও আশঙ্কামুক্ত নন। বৃহস্পতিবার বিকাল ৬টায় কাউন্সলির পত্নীর স্বাস্থ্য পরিস্থিতির এসব তথ্য জানান কাউন্সিলের ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু।

[৩] তিনি আরও জানান, করোনা আক্রান্ত কাউন্সিলর খোরশেদের অবস্থা বর্তমানে খুবই ভালো। তিনি আশঙ্কামুক্ত আমরা বলতে পারি। তবে আগেই বলেছি- করোনা চিকিৎসা একটি সঠিক চিকিৎসা পদ্ধতি নির্দিষ্ট সময় নেয় সুস্থ হতে। আমার সেই সময় পর্যন্ত চূড়ান্ত সুস্থতার জন্য অপেক্ষা করছি। কাউন্সিলর স্ত্রী করোনার পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছেন। তার ফুসফুসের ৫০ ভাগ অক্সিজেন না পাওয়ায় প্রয়োজন হলেই অক্সিজেন সাপোর্টে দেয়া হচ্ছে।

[৪] তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, করোনায় নিউমোনিয়া একটি বিপদ সংকেত। করোনায় পাশাপাশি লুনার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি কটু ভাবিয়ে তুলেছে আমাদের। প্রসঙ্গত, গত ৩০মে রাতে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে কাউন্সিলর খোরশেদ দম্পতি সাজেদা হাসপাতালে ভর্তি হন। পরে এমপি শামীম ওসমানের সহযোগিতায় ওই দম্পতিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খোরশেদ দম্পতি অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও এখন অবদি তার টিম নারায়ণগঞ্জে করোনা রোগীসহ নানা উপসর্গে মৃতদের লাশ দাফন-কাফন ও সৎকার করে যাচ্ছেন। এ পর্যন্ত ৭০টি লাশ দাফন করা হয়েছে।
বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়