শিরোনাম

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব : শেখ হাসিনা আজ এ প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে। বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুমোদিত নতুন এই ৩ হাজার পদে ১ হাজার ২০০ জন মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড-১১); ১ হাজার ৬৫০ জন মেডিকেল টেকনিশিয়ান (গ্রেড-১৬); ১৫০ জন কার্ডিওগ্রাফার (গ্রেড-১৬) নিয়োগ দেওয়া হবে।

এর আগে জরুরি সেবা প্রদানের জন্য বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে অস্থায়ী ভাবে নিয়োগ দেওয়া হয়। এই ১৮৩ জনকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু প্রেস উইং এর ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত খবর শেয়ার করেন। খবরে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মুজিবর রহমান বলেন, ২৩টি হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্ট অস্থায়ী বা মাস্টার রোলে চাকুরী করছেন। যেহেতু তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির এই সময়ে কাজ করছে। প্রয়োজনে নিয়োগবিধির শর্ত কিছুটা শিথিল করে হলেও তাদের নিয়োগ দেওয়া হবে। বাকি ২৮১৭ জনকে স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে। এই তিন হাজার মেডিকেল টেকনোলজিস্টের পদ সম্পূর্ণ ভাবে সৃজিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়