শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে করোনাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা!

নুর উদ্দিন মুরাদ,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: [২] মহামারি করোনা ভাইরাসের কারণে নিয়ম নীতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর বন্ধ থাকছে উপজেলার সব ব্যবসায় প্রতিষ্ঠান, দোকান পাট।

[৩] আর সর্বস্তরের মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং করোনার সংক্রমণ প্রতিরোধ করতে মাঠে নেমেছে প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই সুযোগে করোনাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।

[৪] স্থানীয় সুত্র জানাই,আগে প্রতিনিয়তই প্রশাসন সক্রিয় ছিলো, নজরদারি ও প্রশাসনের কঠোরতা মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার প্রতিদিনের খবর হতো।সম্প্রতি করোনার সংক্রমণ প্রতিরোধ করতে মাঠে নেমেছে প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।করোনা সম্পর্কিত কর্মকান্ডে সার্বক্ষণিক তদারকিতে ব্যাস্ত থাকতে হয় অনেকটা।যার ফলে এই করোনাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।

[৫] তারা জানান,এমন পরিস্থিতিতে প্রশাসন নজর না দিলে করোনার চেয়ে ভয়াবহ রূপ নেবে মাদক। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান ও চাকুরিস্থল বন্ধের কারনে জনসংখ্যার একটি বড় অংশ গ্রামের বাড়ীতে অবস্থান করছেন। আর এমন সময়ে মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা প্রতিনিয়তই বাড়ছে। তাই প্রশাসনের কঠোরতা চাই সর্বসাধারণ।

[৬] অন্য আরেকটি সুত্র জানান,চৌধুরীহাট বোর্ডার এলাকা,মৌলভীবাজার এলাকা, ছোটধলী ব্রিজ এলাকা,ক্লোজার এলাকা, চর এলাহী দক্ষিন এলাকা দিয়ে মাদক প্রবেশ করে। এসব এলাকায় প্রশাসনের কঠোরতা অবলম্বন অতিপ্রয়োজন।

[৭] এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, করোনা পরিস্থিতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদক নির্মুল করতেও সর্বাত্বক চেষ্টা করছি। আমাদের এসআই'দের এবিষয়ে জিরো টলারেন্সে ভুমিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়