শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময়মতো পরীক্ষা না হলে ক্ষতি হবে : স্বাস্থ্যমন্ত্রী

মো. আখতারুজ্জামান : [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, সময়মতো পরীক্ষা ও চিকিৎসা করলে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ ভালো হয়ে যাবে। বিজিএমইএ আজকে যে বিশ্বমানের বিসিআর ল্যাব স্থাপন করছে পোশাক কারখানার শ্রমিকদের করোনা পরীক্ষা করার জন্য। তবে এরা পাশাপাশি বিজিএমইকে করোনা রোগী রাখার জায়গা তৈরি করা আহ্বান জানান তিনি।

[৩] বৃহস্পতিবার কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ল্যাব তৈরি করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।

[৪] অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব শ্রমিক কারখানায় আসবে তাদেকে সবাইকে মাস্ক পরতে আসতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষার সব নিয়মগুলো নেমে চললেতে হবে।

[৫] অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিজিএমইর সভাপতি ড. রুবানা হক। এ সময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুস সালাম, ডায়াবেটিক অ্যসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. একে আজাদ খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যসোসিয়েশনের সাবেক সভাপতি মতিন চৌধুরী, এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়