শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব দোষ পাবলিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া একটা কঠিন মানসিক রোগ!

সাইফুদ্দিন আহমেদ নান্নু : প্রয়োজনে জমিদার জামানার মতো ঠোলসহরত করে পাড়ায় পাড়ায়, হাটে-বাজারেজানান দিন...। আইন করে একদিন টিভির খবরে প্রচার করে বসে রইলাম। আর কিছু করলাম না, ফাইলের উপর আরেক ফাইলের চাপায় নিখোঁজ হয়ে গেল সব। আমরা পেয়েছি এক তোতাবুলি, ‘মানুষ এখন সচেতন, তারা সব জেনে যায়, জানে। আর অনলাইনে তো দেয়াই আছে।’

আরে বাবা কাজী সাহেবেরা, এখনো দেশের ৮০ ভাগ মানুষ অনলাইনে হাঁটে না। সবাই টকশো, খবর শুনে না। ফেসবুক গুতানো আর অনলাইনে ওয়েবপোর্টালে খোঁজ নেয়া আকাশ-পাতাল তফাত সেটাও বুঝেন না। আমজনতা সরকারি পোর্টাল ঘাঁটে না। ঘাঁটে বিশেষ কিছু, জরুরি প্রয়োজনে খুঁজতে। মাস্ক না পরে বাইরে বেরুলে লাখ টাকা জরিমানা, ৬ মাসের জেল হবে বলে যে আইনটা করলেন তার প্রচার কই? শুধু টিভি দেখা ভদ্রলোকেরা জানলেই হবে!

জেলা উপজেলা ইউনিয়নে ইউনিয়নে মাইকিং করুন। প্রয়োজনে জমিদার জামানার মতো ঠোলসহরত করে পাড়ায় পাড়ায়, হাটে-বাজারে, মেম্বার, চৌকিদারদের দিয়ে জানান দিন। টিভিগুলোকে বলুন প্রতি ৩০ মিনিট পর পর ১৫ সেকেন্ড করে বুলেটিনের মতো এই আইনের কথা প্রচার করুক। দুদশটা জরিমানা, জেল হোক, সেটা প্রচার করুন টিভিতে টিভিতে। তা না করলে তোতাপাখি,আর কাজির দলের গাজীর গীতে কিচ্ছু হবে না। পাবলিকের দায়িত্ব আইন মানা, সরকারের দায়িত্ব আইন মানানো, না মানলে শাস্তি দেয়া। সব দোষ পাবলিকের ঘাড়ে চাপিয়ে দেয়া একটা কঠিন মানসিক রোগ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়