শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ২১ সেকেন্ডের ঐতিহাসিক নীরবতা আমেরিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনে ট্রাম্পের সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে

শামীম আহমেদ

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিয়মিত সংবাদ সম্মেলনে এনবিসির এক সাংবাদিক সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পুলিশ কর্তৃক এক কালো বর্ণের ব্যক্তিকে হত্যার ফলশ্রুতিতে বর্তমান উদ্ভুত অস্থিরতা বিষয়ে উল্লেখ করে বলেন, যে ট্রুডো সাধারণ ট্রাম্পের কোনো কার্যকলাপ নিয়ে মন্তব্য করেন না, কিন্তু ট্রাম্প যে তার দেশের মানুষের অভ্যন্তরীণ আন্দোলন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী নিয়োগ করবে সেই বিষয়ে ট্রুডো কী ভাবছেন? সাথে সাথে এও বলেন ট্রুডো যদি এর উত্তর না দিতে চান, তাহলে তিনি আসলে কী ধরনের মেসেজ পাঠাচ্ছেন মানুষের কাছে?
এই প্রশ্নের পরিপ্রেক্ষীতে জাস্টিন ট্রুডো উত্তর দেবার আগে প্রায় ২১ সেকেন্ড চুপ থাকেন। এই সময়ে তিনি কয়েকবার উত্তর দিতে গিয়েও দেননি, এবং পরবর্তী সময়ে তার স্বভাবসুলভ ডিপ্লোমেটিক উত্তর দেন। পৃথিবীতে যেকোনো রাজনৈতিক নেতার পতনে যে একটি ফ্যাক্টর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেটি হচ্ছে সেনাবাহিনীর উপর তার নির্ভরতা। সেনাবাহিনী যখনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, তখনই সেই দেশের পতন কিংবা অবনমন নিশ্চিত হয়ে যায়। সারা বিশ্বেই সেনাবাহিনীর জন্ম বহিঃশক্তি মোকাবেলায় আর পুলিশের জন্ম অভ্যন্তরীণ শান্তিরক্ষায়। যে নেতা এটি মেনে চলেন, তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকেন। খুব ভালো উদাহরণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যাই হোক, আজ ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রডো যে ২১ সেকেন্ড চুপ করে ছিলেন, এটি মানব সভ্যতার রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে আমি মনে করি। একজন রাজনৈতিক নেতার কথা বলার চাইতে না বলাও যে কখনো কখনো বেশি অর্থপূর্ণ, এই নীরবতা তার ঐতিহাসিক দলিল হিসেবে বেঁচে থাকবে এবং পৃথিবীর নামি-দামি বিশ্ববিদ্যালয়গুলোর পলিটিক্যাল সায়েন্সে এই ভিডিও দেখানো হবে, এই বিষয়ে উত্তপ্ত আলোচনা হতে থাকবে ভবিষ্যৎ পৃথিবীতে।
করোনায় অন্যতম আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে কানাডা শীর্ষেই আছে। কিন্তু শুধু রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের বিচক্ষণতা ও আন্তরিকতা কীভাবে প্রস্তুতির ব্যর্থতাকেও তাদের জনগণের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার পরিস্থিতি তৈরি করে, তার একটি বড় উদাহরণ জাস্টিন ট্রুডো। বাংলাদেশে যারা রাজনৈতিক নেতৃত্বে আসতে চায়, তাদের ট্রুডোর নানা পরিস্থিতিতে দেওয়া ১০০টা বক্তৃতার উপর একটা সংক্ষিপ্ত কোর্সের আয়োজন করতে পারে কোন একটি সংস্থা। সবার লাভ হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়