শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের চীনবিরোধী পলিসি সফল করতে হলে অবশ্যই ভারতের সহযোগিতা দরকার

মুশফিক ওয়াদুদ

বাংলাদেশ আর পাকিস্তানের আবেগী মুসলমানরা ভারতকে নিয়ে যতোই হাসাহাসি আর তুচ্ছ-তাচ্ছিল্ল করুক না কেন, ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে অধিকাংশ ক্ষেত্রেই কৌশলগতভাবে সফল হয়েছে দেশটি। আর এই সফলতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। এক দিকে যেমন সিকিম দখল, পাকিস্তান ভাগ করে বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতা আন্দোলনকে জোড়দার করা, পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় সংশ্লিষ্টতা (অভিযোগ), অন্য দিকে নিজের দেশে কাশ্মীরে আর আসামে স্বাধীনতা এবং পাঞ্জাবে খালিস্তান আন্দোলন কঠোরভাবে দমন সবটাই আসলে সফলতার গল্প।
তবে স্বাধীন হওয়ার পর থেকে ভারতের একমাত্র বড় ব্যর্থতা হলো ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধে শোচনীয় পরাজয়। ‘র এর কাওবয়েরা’ বইতে বি রমন লিখেছেন ৬২ সালে ভারতের মূলত গোয়েন্দা ব্যর্থতা ছিল। মায়ানমার অংশ থেকে চীন খুব দ্রুত সৈন্য সমাবেশ ঘটিয়ে আতর্কিত আক্রমণ করে। এই ব্যর্থতার কারণেই ‘র’ গঠণের উদ্যোগ নেয়া হয়।
৬২ সালের চীনের সাথে পরাজয় ভারতের মিলিটারী এবং পলিসি মেকারদের মধ্যে দীর্ঘ মেয়াদী একটি ভয় তৈরি করেছে। ভারতের একটি বড় দুর্বল জায়গা এই যুদ্ধ। আমার এটা মনে হয় যে চীন ভারতের এই মনস্ততাত্ত্বিক দুর্বলতাটি খুবই ভালোভাবে বোঝে। যখনই বাংলাদেশ, নেপাল, ভূটান, শ্রীলংকা কিংবা অন্য কোনো ইস্যুতে ভারতকে ভয় দেখিয়ে সমঝোতায় নিয়ে আসার দরকার হয়, তখনই সৈন্য সমাবেশ করে ভয় তৈরি করে এবং আমার মনে হয় যে এতে কাজও হয়। ট্রাম্পের চীনবিরোধী পলিসি সফল করতে হলে অবশ্যই ভারতের সহযোগিতা দরকার। ভারত যাতে সে পথে না হাঁটে, সেজন্য লাদাখে ভয় দেখানোর চেষ্টা করলো চীন এবং সম্ভবত কাজও হবে। যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়