শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিরাট কোহলিও ১০০ সেঞ্চুরি করবেন’

স্পোর্টস ডেস্ক : একসময় যেটিকে মনে হচ্ছিল কল্পনাতীত, সেটিই এখন যেন দৃষ্টিসীমার ভেতরে। অনেকেরই বিশ্বাস, শচিন টেন্ডুলকোরের ১০০ সেঞ্চুরির কীর্তি একদিন ছাড়িয়ে যাবেন বিরাট কোহলি। ইরফান পাঠান অবশ্য সন্দিহান। সাবেক অলরাউন্ডারের মতে, কাজটা হবে খুবই কঠিন। কোহলিকে অবশ্য রেকর্ড গড়ার পথটা বাতলে দিয়েছেন পাঠান।

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করার অসাধারণ কীর্তি গড়তে পেরেছেন কেবল টেন্ডুলকারই। তবে গত কয়েক বছরে অবিশ্বাস্য ধারাবাহিকতায় সেঞ্চুরিকে প্রায় ছেলেখেলা বানিয়ে ফেলেছেন কোহলি। ৭০ সেঞ্চুরি তার হয়ে গেছে এর মধ্যে।

কোহলির বয়স এখন ৩১, সাধারণ হিসেবে একজন ব্যাটসম্যানের সেরা সময় থাকার কথা এই সময়টায় এবং তা টিকে থাকার কথা আরও কয়েক বছর। ফিটনেস, রানক্ষুধা, নিবেদন, সবদিক থেকেই কোহলি এখন বিশ্ব ক্রিকেটে আদর্শ। অনেকের চোখেই তাই কোহলির জন্য সেঞ্চুরির সেঞ্চুরি করা কেবল সময়ের ব্যাপার। -ক্রিকইনফো

একটি ভিডিও সাক্ষাৎকারে পাঠান তুলে ধরলেন সেই সময়ের কথাই, তবে সামনে তাকিয়ে। দীর্ঘ ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন টেন্ডুলকার। পাঠানের মতে, কোহলিকেও খেলতে হবে এতটা লম্বা সময়।

আশা করি সে পারবে (১০০ সেঞ্চুরি করতে), কিন্তু কাজটা খুব কঠিন। ওয়ানডেতে কাজটা খুবই সম্ভব (টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া), কিন্তু ১০০ সেঞ্চুরি সহজ নয়। তবে শচিন যতদিন ধরে খেলে গেছেন, বিরাট যদি ততটা লম্বা সময় খেলে যেতে পারে, তাহলে সে হয়তো এটি অর্জন করতে পারবে।

ওয়ানডেতে টেন্ডুলকারের সেঞ্চুরি ৪৯টি, কোহলির হয়ে গেছে ৪৩টি। এই সংস্করণে টেন্ডুলকারের অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। টেস্টে টেন্ডুলকারের সেঞ্চুরি ৫১টি, কোহলির এখন ২৭টি।

সব মিলিয়ে ২৪ বছরে ৭৮২ ইনিংস খেলে ১০০ সেঞ্চুরি টেন্ডুলকারের। কোহলির ক্যারিয়ারের বয়স ১২ বছর ছুঁইছুঁই। ৭০ সেঞ্চুরি করেছেন তিনি কেবল ৪৬০ ইনিংস খেলেই। ইনিংস প্রতি সেঞ্চুরির হারে টেন্ডুলকারের চেয়ে কোহলি এগিয়ে বেশ।বিডিনিউজ /ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়