শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে কোভিড১৯ আক্রান্ত রোগীর মৃত্যু

সোহেল হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি: [২] বৃহস্পতিবার ভোর চারটার দিকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেকেন্দার আলী মোল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

[৩] করোনা সংক্রমিত মৃত ব্যক্তির নাম ইউনুছ দেওয়ান (৬১)। তার বাড়ি সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর গ্রামে।

[৪] উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগের সমস্যায় ভূগছিলেন। জ্বর ও কাশি হওয়ায় গত ২২ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এরপর পরীক্ষার জন্য তা ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়। দুই দিন পর (২৪ মে) পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে তাঁর তিনি মারা যান।

[৫] মৃত ইউনুছ দেওয়ানের ছেলে আবদুল কাদের বলেন, তাঁর বাবা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। এক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন।

[৬] বৃহস্পতিকার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর বাবার মরদেহ দাফন করা হয়েছে।

[৭] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেকেন্দার আলী মোল্লাহ বলেন, করোনাসংক্রমিত ছেলের সংস্পর্শে ওই ব্যক্তি (ইউনুছ) আক্রান্ত হন বলে জানা যায়। গতকাল বুধবার তাঁর আবারও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়। পরীক্ষার ফলাফল আসার আগেই তাঁর মৃত্যু হয়।

[৮] জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, এর আগে সিঙ্গাইরে এক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়