শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুর পাল্টালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কোভিড চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে সম্মতি দিলো

সালেহ্ বিপ্লব : [২] সংস্থার মহাপরিচালক টেডরস আডহানম গেব্রেসাস বলেছেন, কোভিড-১৯ চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধটি ব্যবহারের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চালানো যেতে পারে। কারণ এই ‍ওষুধটির কার্যকারিতা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ ১৮

[৩] গত ২৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছিলো, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার নিরাপদ কি না, তা নিশ্চিত নয়। তাই এর ব্যবহার সমীচিন হবে না বলে মত দিয়েছিলো সংস্থাটি। এরপর পরই বিশ্বের উন্নত দেশগুলো এই ওষুধের ব্যবহার বন্ধ করে দেয়। শুধুমাত্র ভারত এই সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছিলো।

[৪] ল্যানসেট মেডিক্যাল জার্নাল বলেছিলো, এই ওষুধটি প্রয়োগ করা হলে কোভিড-১৯ রোগীদের প্রাণহানির আশংকা রয়েছে। তার পরপরেই হু ওষুধটির ওপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।

[৫] সাধারণত আথ্রাইটিস রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও করোনার সংক্রমণ ঠেকাতে এই ওষুধ ব্যবহার করছেন। হুর নিষেধাজ্ঞার পরও তিনি আস্থার সঙ্গে বলে আসছিলেন, ওষুধটি প্রকৃত অর্থেই কার্যকর।

[৬] হুর মহাপরিচালক আজ এক ভার্চুয়াল ব্রিফিং-এ বলেন, এক গবেষণায় গত সপ্তাহেই জানা গেছে, কোভিড-১৯ চিকিৎসায় ওষুধটি নিরাপদ। এই প্রেক্ষিতে ২৫ মে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়