শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীতে কারফিউ জারী করার দাবী জানান আবদুল্লাহ আল নোমান

রিয়াজুর রহমান রিয়াজ : [২] বুধবার ৩ জুন আবদুল্লাহ আল নোমানের পক্ষে তাঁর একান্ত সচিব নুরুল আজিম হিরু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।

[৩] তিনি চট্টগ্রাম মহানগরীতে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকার ধারণ করায় গভীর উদ্ভেগ প্রকাশ করেছেন।

[৪] বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান আরো বলেন, চট্টগ্রামে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ ফ্যাসিলিটি সহ কোন উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। গত কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন।

[৪] এমতাবস্থায় তিনি মানবিক বিপর্যয় এড়াতে চট্টগ্রাম মহানগরীকে রেড জোন হিসেবে চিহ্নিত করে অন্তত দুই সপ্তাহের জন্য কারফিউ জারী করার জন্য সরকারের নিকট দাবী জানান।

[৫] তিনি চট্টগ্রামের প্রাইভেট হসপিটাল মালিকদের কে এই দুর্যোগময় মুহূর্তে সেবার মনোভাব নিয়ে করোনায় আক্রান্ত মানুষের প্রতি মানবিক হওয়ার আহবান জানান।

[৬] ইতিমধ্যে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক, ডাক্তার, স্বাস্থ্য কর্মী,পুলিশ ও সমাজের বিভিন্নস্তরের মানুষ যারা আইসোলেশনে আছেন তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তাঁদের আশু সুস্থতা কামনা করেছেন বিএনপির এ প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়