সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নারায়ণগঞ্জ জেলা কার্যালায়।
[৩] কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম বলেন, বুধবার দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর খাঁ বাড়ী রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় মো. রাসেল (৩৫) নামের একজনকে ১৫পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড দেন।
[৪] সামছুল আলম বলেন, এছাড়া ফতুল্লার দক্ষিণ শেয়াচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন নামের একজনকে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।