শিরোনাম
◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন 

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বিক্ষোভ নিয়ে ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে ২১ সেকেন্ড নিশ্চুপ ছিলেন ট্রুডো

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ সামলানো ও সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর্কে সম্পর্কে জানতে চাইলে প্রায় ২০ সেকেন্ডেরও বেশি সময় নেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এসময় তার চোখ-মুখ জুড়ে ছিল অস্বস্তির চাপ। তার মুখ বলছিলো কোনো কিছু বলার আগে মনে মনে তা যাচাই করতে চান। তবে শেষ অবধি তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি কিছু বলেননি। টাইমস অব ইন্ডিয়া, দ্য গার্ডিয়ান

[৩] দীর্ঘ সময় চুপ থাকার পর ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্রে যা চলছে আমরা সবাই তার ত্রাস ও ভয়াবহতা দেখেছি। এখনই সময় সবাইকে কাছে টানার, তাদের কথা শোনার, কোথায় অবিচার হয়েছে তা জানার। দশকের পর দশকের উন্নতির ধারায় এগিয়ে চললেও এসব অবিচার অব্যাহত রয়েছে।

[৪] ট্রুডো আরো বলেন, সময় এসেছে কানাডিয়ান হিসেবে নিজেদের জানার। কৃষ্ণাঙ্গ কানাডিয়ানরা প্রতিনিয়ত বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন। পদ্ধতিগতকারণে নানাভাবে তারা এ বৈষম্যের শিকার হচ্ছেন। এ বিষয়ে আমাদের সবাইকে পদক্ষেপ নিতে হবে।

[৫] ট্রাম্পের নাম উল্লেখ না করেই সমালোচনার ব্যাপারে টরন্টো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নেলসন উইসেম্যান বলেন, ট্রুডো যথেষ্ট আধুনিক। এটি ট্রাম্পের নাম না করেই ট্রাম্পের সমালোচনা। সরাসরি নাম নিলে ট্রাম্প ক্ষেপে যেত। আর সেটার প্রভাবও পড়তো বলে মনে করেন তিনি।

[৬] এর আগে ২০১৮ সালে জি-৭ সম্মেলনে ট্রুডোর সঙ্গে মতানৈক্যে জড়িয়ে কানাডার গাড়ি ও স্টিলের ওপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়