শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুর ‘লাল অঞ্চলের’ আওতায় থাকলে ক্রিকেট এখনই মাঠে ফিরছে না

স্পোর্টস ডেস্ক : [২] চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মাত্রার ওপর ভিত্তি করে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন- এ তিন অঞ্চলে ভাগ করা হবে। পহেলা জুন এমনটা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি করোনার ঝুঁকিতে রয়েছে।

[৩] এ সকল এলাকাকে লাল অঞ্চলের আওতায় ফেলা হতে পারে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বৈঠক হলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারের লাল অঞ্চলের তালিকায় পড়তে পারে মিরপুর এবং মোহাম্মদপুরও। কারণ এই দুই এলাকাতেও অনেক করোনা রোগী আছেন।

[৪] সরকার জোন ভাগ করে দেয়ার পরই মিরপুরে ক্রিকেট ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটা জানিয়েছেন। যে কারণে এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা।

[৫] মরণব্যাধি করোনাভাইরাসের কারণে দুই মাসের ওপর ধরে বন্ধ রয়েছে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। সরকার লকডাউন তুলে নিয়ে সীমিত আকারে সবকিছু চালু করার চেষ্টা করছে। এমন অবস্থায় ক্রিকেট কবে নাগাদ মাঠে ফিরছে সে প্রশ্ন সকলেরই।

[৬] মিনহাজুল আবেদীন বলেন, আমাদের সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। মিরপুরকে কোন অঞ্চলের মধ্যে ফেলা হয় সেটাও একটা বিষয়। তাই এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নিচ্ছি না। পরে দেখা গেল মিরপুর লাল অঞ্চলের মধ্যে।
[৭] সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, রাজধানীতে করোনায় আক্রান্ত শীর্ষ তিন এলাকা মহাখালী, মিরপুর ও যাত্রাবাড়ী। রাজধানী শীর্ষ ২০ এলাকার মধ্যে এখন পর্যন্ত মিরপুরে ৩৬৯ জন করোনা আক্রান্ত। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়