শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে বাড়ির কাজ করতে গিয়ে মিলল হাজার বছর পুরনো ভাইকিং যুগের কুঠার

ডেস্ক রিপোর্ট : [২] অ্যাডভেঞ্চারের নেশা নিয়ে প্রত্নতত্ত্ব নিদর্শনের অনুসন্ধানে অনেকেই চষে বেড়ান পাহাড়-পর্বত থেকে শুরু করে সাগর-উপসাগর পর্যন্ত। কিন্তু কারো ভাগ্য ভালো হলে ইতিহাস ঐতিহ্যের খোঁজ মিলতে পারে ঘর কোণেই। যেমনটা ঘটল নরওয়েজিয়ান এক দম্পতির ক্ষেত্রে।

[৩] নরওয়েজিয়ান এক দম্পতি নিজেদের বাড়ির মেঝের নিচে খোঁজে পেয়েছেন এমনই এক কুঠার। মারিয়ান ক্রিশ্চিয়েনসেন এবং তার স্বামী লকডাউন করার সময় তাদের বাড়িটিকে সুন্দর করে সাজাতে চেয়েছিলেন। মেঝেতে কাজ করতে গিয়ে তারা একটি গ্লাসের মালা খুঁজে পান। তারা মনে করেছিলেন এটি হয়তো খেলনা গাড়ির চাকা হবে। কিন্তু আরো ভালোভাবে খেয়াল করতে গিয়ে তারা পেয়ে যান ভাইকিং যুগের কুঠার।

[৪] এই বিষয়টি নিয়ে স্থানীয় সরকারের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে আলোচনা করেন ওই দম্পতি। দেশটির নর্ডল্যান্ড কাউন্টি সরকারের প্রত্নতাত্ত্বিক মার্টিনাস হাগলিডের জানিয়েছেন, এই দম্পতির বাড়িটি হয়তো ভাইকিং যুগের একটি কবরের ওপরে নির্মিত হয়েছিল।

[৫] এই মূল্যবান জিনিসটি পাওয়ার পর পরই ট্রামস যাদুঘরে পাঠিয়ে দেয়া হয়। এরপর বাড়িটিতে আরো খনন কাজ চালাতে প্রত্নতাত্ত্বিকদের পাঠানো হয়েছে স্থানীয় সরকারের পক্ষ থেকে। তাদের ধারণা, সেখানে খোঁজ মিলতে পারে আরো মূল্যবান প্রত্নতত্ত্ব নিদর্শনের। স্পুটনিক, কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়