শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোভিড১৯ সংক্রমণ বেড়েই চলেছে : দু’দিনে ২জনের মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] গত ৩১ মে রোববার একদিনে এ উপজেলার বিভিন্ন এলাকায় ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে।

[৩] এর আগে এই উপজেলায় আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই পর্যন্ত ৪৫৪ জনের করোনা টেস্টে ৩০ জন শনাক্ত ২ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ্য হয়েছেন ২ জন এবং ২৬ জন চিকিৎসাধীন।

[৪] শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪৫৪ জনের শরীর হতে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩০ জনের শরীরে ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ২৬ জনের মধ্যে পাঁচজন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ২১ জন নিজ বাড়িতে হোম আইসোলেশনের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন।

[৫] শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৭ ও ২৮ মে তারিখে উপজেলার বিভিন্ন এলাকা হতে সংগৃহীত ১০৮টি নমুনার পরীক্ষা শেষে ৩১ মে মোট ১৮ জন একই সাথে ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা রিপোর্ট প্রকাশের আগেই উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।

[৬] অন্যদের মধ্যে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, একজন সেকমো, একজন ব্রাদার ও একজন ওয়ার্ড বয় সহ, উপজেলার সিন্দুরখান রোডে একজন, কালীঘাট রোডে তিনজন, পূর্বাশায় একজন, শ্যামলীতে একজন, ক্যাথলিক মিশন রোডে একজন, মুসলিমবাগে একজন, ভিমশীতে একজন, বরুনায় একজন, ভৈরববাজারে একজন, জানাউড়ায় একজন ও আশিদ্রোন এলাকার একজন করোনা আক্রান্ত হয়েছেন।

[৭] এর আগে উপজেলার বিভিন্ন এলাকা হতে সংগৃহীত ৩৪৬টি নমুনার পরীক্ষা শেষে আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে একজন পৌর কাউন্সিলের মৃত্যু হয়।

[৮] মাত্র দুইদিনের ব্যবধানে গত ২৫ মে তারিখে উপজেলায় কালীঘাট সড়কে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল আহাদ এবং ২৭ মে তারিখে সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের মৃত্যুতে গোটা উপজেলা জুরে এখন করোনা ভাইরাস সংক্রমনের আতংক বিরাজ করছে।

[৯] শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গলে কমিউনিটি পর্যায়ে করোনার সংক্রমণ মারাত্মক পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে আতংকিত না হয়ে ব্যক্তিগত কিংবা জনস্বার্থে সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়