শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা নগরীজুড়ে তীব্র যানজট !

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] মঙ্গলবার সকাল থেকেই প্রধান সড়কে যানজট লেগে আছে। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট। ফুটপাতজুড়ে মানুষের ঢল নামে। থমকে যায় সড়ক।

[৩] মঙ্গলবার সকাল সাড়ে দশটা। নগরীর অন্যতম প্রবেশদ্বার শাসনগাছা। ওভারপাসের পশ্চিমপাশর্^ থেকে রেলওয়ের গেইট পর্যন্ত বাসস্ট্যান্ড ও সড়কজুড়ে শুধু যানবাহন। পাশে ফুটপাতেও হাটাচলার জায়গা নেই। দীর্ঘ সময় জানযটে পড়ে ত্রাহি অবস্থা যাত্রী ও পথচারীদের।

[৪] বেলা ১১ টা। সরেজমিনে গিয়ে টমসমব্রীজ ও জাঙ্গালিয়া এলাকায় দেখা যায় তীব্র যানজট। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে গলদগর্ম হতে দেখা যায়। থেমে থেমে যানজটে নাকাল হয়ে উঠে পথচারী ও যাত্রীরা।

[৫] এদিকে সকাল থেকেই চকবাজারের যানজট স্থায়ীরুপ ধারন করে। বেলা ১২ টায় গিয়ে দেখা যায়, চকবাজার বাস্ট্যান্ড থেকে তেলিকোনা পর্যন্ত ভয়াবহ যানজট। মাঝে মন্থর গতিতে গাড়ী চলে আবার বন্ধ হয়ে যায়। রোগী বহন করা এ্যাম্বুলেন্সগুলোকে অসহায়ের মত দাড়িয়ে থাকতে দেখা যায়।

[৬] যানজট নিরসনে ট্রাফিক পুলিশ পরিদর্শক কামাল হোসেন বলেন, এমনিতে ট্রাফিক সদস্য অপ্রতুল। তার মাঝে একজন ট্রাফিক সদস্য করোনা পজেটিভ। এমন অবস্থাতেও ট্রাফিক সদস্যরা যানজট নিরসনে তাদের দায়িত্ব পালন করছে।

[৭] কিন্তু যানজট কেন সৃষ্টি হচ্ছে এমন প্রশ্নের উত্তরে পরিদর্শক কামাল হোসেন বলেন,অসচেতনভাবে রাস্তারপাশে গাড়ি পার্কিং করে রাখা, সংকীর্ণ সড়ক,কার আগে কে যাবে এমন সব কারনে যানজট সৃষ্টি হচ্ছে। সবাই সচেতন না হলে শুধু ট্রাফিক পুলিশ সদস্যদের দিয়ে যানজট স্থায়ীরুপে বন্ধ করা সম্ভব নয়। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়