শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড১৯ এর কারণে ১০ জুন পর্যন্ত বন্ধ থাকছে হাজীগঞ্জ বাজার

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : [২] তবে ওষুধ আর মুদি দোকান স্বাস্থ্যমেনে খোলা থাকবে। কোনো ব্যবসায়ী এই নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবসায়ী সমিতি ব্যবস্থা নেবে। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এই সকল সিদ্ধান্ত গতকাল সোমবার বিকেলে নিয়েছেন।

[৩] গতকাল সোমবার বিকালে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেয়।

[৪] উপজেলায় বিশেষ করে পৌর এলাকায় করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় এবং গত শনিবার একদিনে করোনা উপসর্গে পাঁচজন মারা যাওয়ায় ব্যবসায়ীরা এমন সিদ্ধান্ত নেন। নিহত পাঁচজনের মধ্যে চারজন পৌর এলাকার।

[৫] সিদ্ধান্ত অনুযায়ী আজ ২ জুন থেকে আগামী ১০ জুন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামাল (শাক-সবজি) ও ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বিপণিবিতান বন্ধ থাকবে। এর মধ্যে মুদি দোকান ও কাঁচামাল দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সারাদিন খোলা থাকবে।

[৬] সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়