শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড১৯ এ আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে বৃদ্ধের মৃত্যু

রেজাউল করিম. সিরাজগঞ্জ প্রতিনিধি:[২] জেলার বেলকুচিতে আব্দুল মতিন মল্লিক (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বেলকুচি উপজেলার তামাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

[৩] মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়।

[৪] এর আগে তিনি জ্বর, শ্বাকষ্ট নিয়ে গত ২৮ মে খাজা ইউনুস আলী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে। গতকাল সোমবার তার পজেটিভ রিপোর্ট আসে। আজ ভোর রাতে তিনি মারা যায়।

[৫] সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরের খাজাঁ ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে আমাকে নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও
ডায়বেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল বৃদ্ধার। ঈদের পর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে তিনি করোনা রোগের জীবাণু বহন করছিলেন বলে জানা গেছে।

[৬] বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃদ্ধ আব্দুল মতিন মল্লিকের করোনা পজেটিভ রিপোর্ট আসার পর গতকাল দুপুরে উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধার বাড়িতে লাল পতাকা উড়িয়ে লকডাউন করা হয়। যথাযথ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাদ যহর নিজ গ্রামে তাকে দাফন করা হবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়