শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সবশেষ কোন সূচকে কী অবস্থানে বাংলাদেশ?

ডেস্ক রিপোর্ট : [২] বিশ্বজুড়ে এখন বড় চ্যালেঞ্জের নাম করোনা ভাইরাস মোকাবিলা। দেশে দেশে করোনার ছোবলে চলছে মৃত্যু আর শোকের মাতম। এর শেষ কোথায়- নির্দিষ্ট করে কারোরই জানা নেই। তবুও মানুষ লড়ছে, করোনাকে ভয় না করে জয় করার শক্তিতে এগিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করছে বিশ্ব। আমাদের দেশও করোনার অভিঘাতে বিধ্বস্ত। গত কয়েক মাস ধরে গোটা দেশে চলছে অচলাবস্থা। সবকিছু বন্ধ। থমকে গেছে দেশের অর্থনীতি ও অগ্রগতি। সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের জীবনে নাভিঃশ্বাস উঠেছে। যে করেই হোক বাঁচার তাগিতে করোনার ঝুঁকি জেনেও পথে নামছে মানুষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারও কিছু কিছু ক্ষেত্রে নমনীয় হচ্ছে।

[৩]এরই ফাঁকে দেখে নেয়া যেতে পারে- গণতন্ত্র, আইনের শাসন, বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, খাদ্য নিরাপত্তা, মানবাধিকারের মতো বিষয়গুলোতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অবস্থান। সাধারণত, যেকোনও বৈশ্বিক সূচক প্রকাশের সময় বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে খারাপ খবরই আসে। বিশ্বের বিভিন্ন সংস্থার প্রকাশিত সূচকে বর্তমানে কোন খাতে বাংলাদেশের কী অবস্থান-

[৪]২০১৯ সালে বিশ্বের ১২৬ টি দেশের মধ্যে জরিপ চালিয়ে আইনের শাসনের দিক থেকে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১১২তম। ওয়ার্ল্ড এনার্জি ইনস্টিটিউট বা বিশ্ব শক্তি প্রতিষ্ঠানের গেল অক্টোবরে প্রকাশিত ‘ট্রাইলেমা ইনডেক্স ২০১৯’-এ ১২৮টি দেশের মধ্যে বাংরাদেশের অবস্থান হয় ১১৪তম। একই বছর বিশ্ব ক্ষুধা ইনডেক্সে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৭তম।

[৫]২০১৯ সালে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৮৩তম। মানব উন্নয়ন সূচকে ১৮৯টি দেশের মধ্যে ছিল ১৩৫তম। মানুষের স্বাধীনতা সূচকে ১৬২টি দেশের মধ্যে ছিল ১৩৮তম। গণতন্ত্র সূচকে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮০তম।

[৬]২০২০ সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য ইনডেক্সে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫০তম। চলতি বছর এখন পর্যন্ত সামাজিক গতিশীলতা সূচকে ৮২টি দেশের মধ্যে জরিপ চালানো হয়েছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৮তম।

[৭]২০২০ সালে এখন পর্যন্ত এজিলিটি ইমার্জিং মার্কেটস লজিস্টিকস ইনডেক্স সূচকে ৫০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৮তম। এ বছর এখন পর্যন্ত ফিনান্সিয়াল সিক্রেসি ইনডেক্সে ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৫৪তম অবস্থানে।

[৮]‘গ্লোবাল কমপিটিটিভনেস রিপোর্ট-২০১৯’ শীর্ষক ওই প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির ৯টি খাতে বাংলাদেশের নাজুক দশার চিত্র উঠে আসে। প্রতিবেদনে বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯টি খাতেই পিছিয়েছে বলে জানানো হয়।

[৯]অবনমিত সেই ৯ খাতের মধ্যে রয়েছে- নিরাপত্তা, দুর্নীতি ও বাকস্বাধীনতা খাত; সেবাখাত; তথ্য-প্রযুক্তি খাত; সামষ্টিক অর্থনীতি খাত; গ্র্যাজুয়েটদের মান ও শ্রেণিকক্ষে পাঠদান খাত; নিয়োগ, বরখাস্ত ও শ্রমিক অধিকার খাত; ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থাপনা খাত; ব্যবসায় নানা মাত্রিকতা এবং উদ্ভাবনী খাত।

ব্রেকিংনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়