শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ ‘জর্জ ফ্লয়েড’ হত্যায় তীব্র নিন্দা আ.লীগ ও বিএনপি নেতাদের

বাশার নুরু ও শিমুল মাহমুদ: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনা ও শোকহত পরিবাবের প্রতি সমবেদনা কামনা করছি। শুধু যুক্তরাষ্ট্রে নয়, পৃথিবীর যে কোনো স্থানে এ ধরণের ঘটনা আমাদের কাম্য নয়। আওয়ামী লীগ উদার গণতান্ত্রিক রাজনীতিক দল। আমরা কোনো বর্ণ বৈষম্য ভেদাভেদ দেখতে চাই না। এ নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি।

[৩] আওয়ামী লীগের আন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, বর্ণবাদ ও ধর্মন্ধবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান। এটা পৃথিবীর যেখানেই হোক আমরা এর নিন্দা জানাই। ঘটনাটি যেহেতু আমেরিকার অভ্যন্তরীণ বিষয়, তাই এ নিয়ে আমাদের কিছু বলার সুযোগ নেই। কিন্তু এই বর্ণবৈষম্য ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবি করছি।

[৪] বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষ্ণাঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রের যে অসমতা তা দীর্ঘ দিনের। আইনগতভাবে এর সমাধান হলে সামাজিকভাবে এ সমস্যাটা রয়ে গেছে। যে কারণে মানুষের মনে যে ক্ষোভ সেটি প্রকাশ হচ্ছে। এটা অমানবিক, একজন মানুষকে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা আইনের ব্যতয়, সামাজিক ন্যায় বিচারের ব্যতয়। রাজনীতিকভাবে মোকাবেলা না করাটাও একটা ব্যতয়। সুতরাং এটা কোনোভাবে গ্রহনযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্রকে দ্রুত এর সমাধান করা উচিত।

[৫] দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে এ ধরণের ঘটনা দুঃখজনক। বর্ণবাদী এ ধরণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীর গণতন্ত্রের কথা বলে, আমারা বন্ধুদেশ হিসেবে এ ঘটনা জড়িতদের প্রকৃত বিচার আশা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়