শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্লোগানের শক্তিতে চলছে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ

আসিফুজ্জামান পৃথিল: [২] পুলিশি নির্যাতনে এই কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার ঘটনায় সরগরম পুরো যুক্তরাষ্ট্র। আন্দোলনে বেগ আনতে ব্যবহার হচ্ছে জ্বালাময়ী স্লোগান। এতে পুরাতন ও ঐতিহ্যবাহী স্লোগান যেমন ব্যবহার হচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নিত্য নতুন স্লোগান।

[৩] যেই স্লোগানটি সবার নজর কেড়েছে, তা হলো- আই ক্যান্ট ব্রিদ। এটিই ছিলো জর্জ ফ্লয়েডের মৃত্যুর আগে শেষ বাক্য। শেতাঙ্গ পুলিশের হাটুর নিচে তিনি যখন কাতরাচ্ছিলেন, তখন শ্বাস নেবার জন্য এভাবেই আকুতি জানাচ্ছিলেন। কিন্তু সে কাতরানিতে কাজ হয়নি। এই বাক্যটিকেই প্রতিবাদের হাতিয়ার করে নিয়েছেন বিক্ষোভকারীরা।

[৪] আরেকটি পুরাতন স্লোগান ব্যপকভাবে ব্যবহৃত হচ্ছে এই আন্দোলনে। তা হলো- ডোন্ট শ্যুট হ্যান্ডস আপ। এ স্লোগান দেবার সময় আত্মসমার্পনের ভঙ্গিতে দু হাত উপরে তোলেন বিক্ষোভকারীরা। ২০১৪ সালে মিসৌরিতে পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন হত্যাকাণ্ডের পর এই স্লোগান তুমুল জনপ্রিয়তা পায়।

[৫] আরেকটি বহুল ব্যবহৃত স্লোগান হলো ব্ল্যাক লাইভস ম্যাটারস। এটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্লোগান। মার্টিন লুথার কিং প্রথম এই স্লোগান ব্যবহার করেন।

[৬] এছাড়াও, ডার্ক স্কিন নট আ ক্রাইম, কালার ডিমান্ডস জাস্টিস, ফাইফ হান্ড্রেডস ইয়ারস অব অপ্রেসন, নো মোর, ইত্যাতি স্লোগান বহুল ব্যবহৃত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়