শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাকিব-রাজ্জাকের ফর্মের কারণেই অবসর নিতে বাধ্য হয়েছিলেন মো. রফিক

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যে স্পিনার সর্বপ্রথম তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি মোহাম্মদ রফিক। সরলতায় ভরা মুখ আর দারুণ প্রতিভায় ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করে রাখতেন রফিক। কিন্তু ২০০৮ সালে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে বসেন এই বাঁহাতি স্পিনার।

[৩] অবসরের ১২ বছর পর রফিক জানালেন নির্বাচকদের চাপের কারণেই অবসর নিয়েছিলেন তিনি। আর নির্বাচকরাও এমনি এমনি চাপ দেননি। ওই সময়ে দুই তরুণ আব্দুর রাজ্জাক আর সাকিব আল হাসান দুর্দান্ত ফর্মে ছিলেন। যার ফলে তাকে একাদশে রাখতে গেলে সমস্যা হতো নির্বাচকদের।

[৪] সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটাইমকে দেয়া এক সাক্ষাৎকারে রফিক জানিয়েছেন, ঐ সময় রফিক খেললে বসে থাকতে হতো রাজ্জাক বা সাকিবকে। আর সেজন্যই রফিকে চাপ দিয়েছেন নির্বাচকরা। এক পর্যায়ে চাপ সামলাতে না পেরে অবসরের ঘোষণা দেন তিনি।

[৫] তিনি বলেন, আমার বিদায়টা ভালোভাবে হয়নি। অনুশীলনে গেলে বলতো তুমি অবসর নাও। তোমার জন্য আমরা দল ঠিক করতে পারছি না। আমি বলতাম দেখো, আমি তো পারফর্ম করেই দলে আছি। তারপরেও খুব বিরক্ত করতো। তখন আমি চিন্তা করলাম যে মানুষের কথা না শুনে আমি নিজেই অবসর নিয়ে নিই। তখনই অবসর নিয়ে নিলাম।

[৬] দেখা যায় আমার জায়গায় সাকিব ভালো খেলছে, আব্দুর রাজ্জাক বসে থাকছে কিংবা কখনো সাকিব বসে থাকছে আর আমি নিয়মিত খেলছি। ওই জায়গাটা চিন্তা করে দেখলাম, সাকিব কিংবা আব্দুর রাজ্জাক যদি আমার থেকে দুই বছর বেশি খেলতে পারে ওই চিন্তাটা করেই অবসরের সিদ্ধান্ত নিলাম।

[৭] ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রফিকের। এরপর থেকে ১২৫ ওয়ানডে খেলে ১১৯১ রান এবং উইকেট শিকার করেছেন ১২৫টি। ৩৩ টেস্টে ১০৫৯ রানের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট শিকার করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়