শরীফ শাওন : [২] সাত নির্দেশনার মধ্যে রয়েছে, [ক] অফিস কক্ষ ও আশপাশের এলাকা, ওয়াশরুম, অপ্রয়োজনীয় কাগজপত্র, পরিত্যক্ত বোতল, টায়ার-টিউব ও ডাবের খোসা পরিস্কার রাখতে হবে। [খ] এসবে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। [গ] ফুলের টব, ছাদ বাগানসহ সকল পাত্র অপসারণ বা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। [ঘ] প্রতিরোধে যথাযথ কর্তৃপক্ষের দেয়া উপায়গুলো প্রয়োগ করতে হবে। [ঙ] ডেঙ্গু প্রতিরোধে ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। [চ] গৃহিত কার্যক্রম সম্পর্কেও অবিহিত করতে হবে। [ছ] কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
[৩] রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিব এবং এর অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এসকল নির্দেশনা দেয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
[৪] চিঠিতে বলা হয়, গত বছরের মত এবারও ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। ওই নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধের জন্য এখন থেকে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।