শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইভ আড্ডায় সাইফউদ্দিন বললেন, বোলিংয়ে খারাপ হলে ব্যাটিংয়ে, ব্যাটিং খারাপ হলে বোলিংয়ে পুষিয়ে নেয়ার চিন্তা করি

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনের আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হয়েছিলেন ২০১৭ সালে। নিজেকে খুব অল্প সময়েই প্রতিষ্ঠিত করেছেন জাতীয় দলের অন্যতম তারকা অলরাউন্ডার হিসেবে। বাংলাদেশের ক্রিকেটের একদম তৃণমূল থেকে জাতীয় দলে উঠে এসেছেন তিনি।

[৩] জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে অভিষিক্ত হলেও ক্যারিয়ারের শুরুতে কিন্তু এই রূপে ছিলেন না সাইফউদ্দিন। ব্যাটসম্যান সাইফউদ্দিন হিসেবে ক্রিকেটে আত্মপ্রকাশ করলেও প্রয়োজনের তাগিদে পরিণত হয়েছেন আজকের এই অলরাউন্ডার সাইফউদ্দিনে।

[৪] সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে ব্যাটসম্যান থেকে অলরাউন্ডার হবার কথা জানিয়েছেন তিনি। সাইফউদ্দিন বলেন, ছোটবেলা থেকেই যদি বয়সভিত্তিক খেলাগুলো দেখেন তাহলে দেখবেন আমি ব্যাটসম্যান হিসেবে খেলে আসছি। এর পাশাপাশি আমি বোলিংও করতাম। তখন হয়তো আমার বোলিংটা ওইরকম দরকার হতো না, আমি করতামও না। কিন্তু যখন আমার ব্যাটিং সময়টা খারাপ যাচ্ছিলো তখন আমি ভাবলাম যে না এর পাশাপাশি আমার বোলিংটা করা উচিৎ। তবে অলরাউন্ডার বনে যাওয়াটাকে আশীর্বাদ হিসেবেই দেখছেন সাইফউদ্দিন। কোনদিন একদিকে খারাপ করলে অন্যদিক দিয়ে পুষিয়ে নেবার সুযোগ থাকে বলেই অলরাউন্ডিং রোল পালন করে বেশ খুশি ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

[৫] সাইফউদ্দিনের মতে, আমি যখন ব্যাটিং করতাম তখন আমার ভেতর একটা জড়তা কাজ করতো। এই বুঝি আউট হয়ে গেলাম, রান যদি না পাই তখন কি হবে। আমার বোলিংটা আমাকে অনেক সাহায্য করেছে আমার ব্যাটিংয়ে। আমি যদি ব্যাটিংয়ে খারাপ করি তাহলে বল করে সেটা পুষিয়ে দেবার চেষ্টা করি। আবার যদি বোলিংয়ে খারাপ করি তাহলে সেটা ব্যাটিংয়ে ভালো করে পুষিয়ে দেবার চেষ্টা করি। এই দুইটা জিনিস আমাকে বেশ উৎসাহ জাগায়।

[৬] জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এর ভেতর ব্যাট হাতে নেমেছেন ২২ বার এবং সংগ্রহ করেছেন ৩৯৮ রান। ব্যাট হাতে ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ৮৬.০৫ এবং টি-টোয়েন্টিতে ১১৩.৬৮। বল হাতে ক্রিকেটের দুই ফরম্যাট মিলিয়ে খেলেছেন মোট ৩৭ ম্যাচ। ঝুলিতে পুরেছেন ৪৫টি উইকেট। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়