শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অফিস খুলতেই রাজধানীতে বেড়েছে নিত্যপণ্যের দাম

ডেস্ক রিপোর্ট : [২] ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গতকাল সরকারি-বেসরকারি অফিস খোলার সঙ্গে সঙ্গেই রাজধানীতে প্রায় সব ধরনের সবজি, মাছ-মাংসের দাম বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে বিভিন্ন ধরনের আমদানি করা ফলের দামও।

[৩] রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, সবচেয়ে কমদামি সবজি পেপে এবং মূলার কেজিও ৫০ টাকা। এক কেজি বরবটি ২ দিন আগেও বিক্রি হয়েছে ৩০/৪০ টাকা। গতকাল তা হয়ে গেছে ৫০ টাকা। পেপে ছিল ২০ টাকা।

[৪] প্রতিটি লাউ বিক্রি হয়েছে ৫০/৬০ টাকা।  একদিন আগে বিক্রি হওয়া ৪০ টাকার করল্লার কেজিও ৫০ টাকা হয়ে গেছে গতকালই। একইভাবে বেড়েছে বেগুন, টমেটো, চিচিঙ্গা, মিষ্টি কুমড়ার দামও। শুধু তাই নয়, আলুর দামও বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। আর ৯০/৯৫ টাকার ডিমের ডজন আবার ১০০ টাকায় গিয়ে ঠেকেছে। বিভিন্ন ধরনের মাছ, মুরগি আর মাংসের দামও বেড়েছে।

[৫] গতকাল প্রতি কেজি কাঁচা  মরিচ ৮০/৯০ টাকায় বিক্রি হয়েছে। যা ২ দিন আগেও ছিল ৬০ টাকা। আর সয়াবিন, চাল, মসুর ডালের দাম তো বেড়েছে সাধারণ ছুটির মধ্যেই। সে সময় দাম বাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছিল পরিবহন সমস্যা ও উৎপাদনে ঘাটতি। যদিও এ ২টির কোনোটিতেই কোনো সমস্যা নেই।

[৬] বিক্রেতাদের অভিযোগ, অফিস খুলে দেয়ায় চাহিদা বেড়েছে কিন্তু সে অনুপাতে আড়তে সবজির জোগান বাড়েনি। ফলে আড়তেই দাম বেড়েছে।  যার প্রভাব পড়েছে খুচরা  বাজারে। অথচ সরকারি মনিটরিং সংস্থাগুলো বলছে, ডাক বিভাগের মাধ্যমে সবজি বিপণন প্রক্রিয়া চালু করা হয়েছে।

[৭] দেশের খাদ্যশস্য ও কৃষিপণ্যের সঠিক বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিত, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাই চেইন অব্যাহত রাখতে উন্মুক্ত অনলাইন প্লাটফর্ম ‘ফুড ফর নেশন’ চালু করেছে সরকার। এ অনলাইন প্লাটফর্মের ঠিকানা : foodfornation.gov.bd ‘ফুড ফর নেশন’ প্লাটফর্মটি তৈরি ও সমন্বয়ের কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

[৮] সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অথচ এর কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর কাঁচাবাজারগুলোতে। বিডিপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়