শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আগস্টে সীমিত আকারে পর্যটন অঞ্চল খুলতে যাচ্ছে শ্রীলঙ্কা

মুসা আহমেদ: [২] করোনায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সাধারণত অর্থনীতির একটা বড় অংশ আসে পর্যটন ব্যবসা থেকে। অর্থনৈতিক চাকা সচল রাখতেই আগস্টে সীমিত আকারে পর্যটন অঞ্চলগুলো চালু রাখার পরিকল্পনা করছে দেশটির সরকার। রয়টার্স

[৩] সোমবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি পর্যটন সংস্থা। এ বিষয়ে দেশটির পর্যটন উন্নয়ন ব্যুরোর সভাপতি কিমালি ফার্নান্দো বলেন, সীমিত সংখ্যক বিদেশি পর্যটক ছোট ছোট গ্রুপ আকারে আগস্টে ভ্রমণে আসতে অনুমতি দেয়া হবে।

[৪] তিনি বলেন, বিদেশি পর্যটকদের ক্ষেত্রে করোনা সংক্রমণমুক্ত কিনা সেজন্য প্রত্যেককে আলাদা আলাদা প্রত্যয়নপত্র থাকতে হবে। এ প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট সরকার কিংবা দেশের স্বাস্থ্য সংস্থা কর্তৃক ইস্যুকৃত হতে হবে। এছাড়া অন্যান্য দেশের মত বিমানবন্দরে প্রবেশের সময় করোনা পরীক্ষার সাধারণ নির্দেশনা তো থাকছেই।

[৫] করোনা সঙ্কটময় পরিস্থিতিতে একাকী ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে দেশটিতে। বিষয়টা নিশ্চিত করেন ফার্নান্দো। তিনি বলেন, বিদেশি পর্যটকদের ক্ষেত্রে একাকী ভ্রমণ কোন ক্রমেই অনুমতি দেয়া হবে না।

[৬] তিনি বলেন, সরকার যদি এ পরিকল্পনায় অনুমোদন দেয়, তাহলে বান্দরানাইক ও ম্যাটালা আন্তর্জাতিক বিমানবন্দর দুটি সীমিত আকারে খুলে দেয়া হবে। করোনার সামগ্রিক পরীক্ষা ব্যবস্থা বিমানবন্দরেই রাখা হবে। যদি পর্যটকদের স্বাস্থ্যসেবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো তাদের সেবার ব্যবস্থা করবে।

[৭] দেশটিতে গেলো বছর প্রায় ২ মিলিয়ন বিদেশি পর্যটক ভ্রমণ করে দেশটিতে। এতে মোট জিডিপির ১১ শতাংশ আয় হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়