শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দুই নভোচারীকে নিয়ে পৌঁছে রেকর্ড করল স্পেসএক্স রকেট

দেবদুলাল মুন্না:[২] রোববার রাত দশটার দিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌছেছে স্পেস-এক্স’র ফ্যালকন রকেট। শনিবার রাত একটার দিকে নাসার দুই চৌকশ নভোচারী অ্যাস্ট্রো-বেনকেন ও অ্যাস্ট্রো-হার্লে দ্বিতীয় দফা রওয়ানা হন । স্পেসএক্স মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা।নেচার, এএফপি ও বিবিসি

[৩] আগামী ৬ থেকে ১৬ সপ্তাহ তাদেরকে আইএসএসের ভেতর অন্যান্য নভোচারীদের সঙ্গে থাকতে হবে। পৃথিবীতে ফেরার আগ মুহূর্তে তাদেরকে ক্রু ড্রাগন ছেড়ে আটলান্টিক মহাসাগরে নামতে হবে প্যারাসুটে করে। সেখানে স্পেসএক্সের রিকভারি বোট গিয়ে তাদেরকে উদ্ধার করবে।প্রক্রিয়াটি জটিল হওয়ায় নাসার অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রাইডেস্টাইন জানান, দুই নভোচারী পৃথিবীতে নিরাপদে না ফেরা পর্যন্ত তিনি কোনো সাফল্য উদযাপন করবেন না।

[৪] স্পেস এক্স প্রধান ইলন মাস্ক এএফপিকে বলেন,আমরা গর্বিত এই অভিযানের অংশ হতে পারছি। তবে তারা কবে পৃথিবীতে ফিরবেন সে বিষয়ে নাসা এখনো সিদ্ধান্ত নেয়নি।

[৫] গত বৃহস্পতিবার এ দুই নভোচারীকে মহাকাশে পাঠানোর কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে অভিযান বন্ধ রাখা হয়।

[৬] প্রতি ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে এই ড্রাগন ক্যাপসুল পাড়ি দিয়েছে। পৌঁছতে সময় লাগে ১৯ ঘণ্টা।

[৭] প্রথমবার ২০০৮ সালে ফ্যালকন ১ রকেট পাঠিয়েছিল স্পেস এক্স। পরে আরও কয়েকবার পাঠালেও সফল হয়নি। ২০১১ সালে স্পেস শাটল বন্ধ হয়ে যায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) রাশিয়ান সয়ুজ যানের ওপর নির্ভর করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়