শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ অনুমোদন থাইল্যান্ডের

মুসা আহমেদ: [২] থাইল্যান্ডে করোনা মোকাবেলায় ৫৮ বিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। করোনায় অর্থনৈতিক ধস ঠেকাতে রোববার এ অনুমোদন দেন দেশটির সংসদ। রয়টার্স

[৩] প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকারি এ প্রণোদনা প্যাকেজবিধিতে রয়েছে তিনটি বিল। যার মধ্যে সরকারি ঋণ পরিকল্পনায় রয়েছে ১ ট্রিলিয়ন বাত ও কেন্দ্রীয় ব্যাংকের ৯০০ বিলিয়ন বাতের স্বল্পমেয়াদি ঋণ প্রকল্প। যার মধ্যে ১ ট্রিলিয়ন বাত ঋণ আকারে দেয়া হবে। করোনায় স্বাস্থ্যসেবা ও ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে ৬০০ বিলিয়ন বাত এবং প্যাকেজের বাকি অর্থ ব্যয় হবে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি ও অর্থনৈতিক পুনর্গঠনে।

[৪] খবরে বলা হয়, করোনা প্রণোদনা প্যাকেজের এ বিলটি সংসদে পাস হলেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা স্বাক্ষরিত হয়নি। এ বিষয়ে তাদের স্বাক্ষর নিয়ে জুনের প্রথম দিকেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

[৫] এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, করোনা মহামারীর কারণে লকডাউনে বন্ধ থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। বৈশ্বিক এ মহামারীতে মহামন্দা চলছে ব্যবসা-বাণিজ্যে। এ কারণে চলতি বছরের অর্থনীতির বড় একটা ধসে যাবে। জানুয়ারিতে প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১ জন। মারা গেছেন ৫৭ জন।

[৬] অর্থনৈতিক চাকা সচল রাখতে মে মাসেই পর্যায়ক্রমে লকডাউন শিথিল করে দেশটি। চালু হয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। করোনা বিস্তার রোধে ঝুঁকির ধরন অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে শেণিবিন্যাস করে দেশটির সরকার। এক্ষেত্রে সিনেমা ও ব্যায়ামাগারগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়। তবে সোমবার থেকে এসব প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়