শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যান্ড সেনিটাইজার ও থার্মো স্ক্যানারে সীমাবদ্ধ অফিসপাড়ার স্বাস্থ্যবিধি

শরীফ শাওন, শিমুল মাহমুদ : [২] ৬৬ দিন পর স্বাস্থ্যবিধি মানার শর্তস্বাপেক্ষে সকল অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ৫০ শতাংশ। অফিসগুলোর মুল ফটকে টানানো হয়েছে স্বাস্থবিধি ও সর্তকর্তার নির্দেশনা। গতকাল রাজধানীর কয়েকটি সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা দেখা যায়।

[৩] অফিসগুলোর প্রবেশপথে হ্যান্ড সেনিটাইজারের ব্যবহার দেখা গেলেও অনেক স্থানে থার্মো স্ক্যানারের ব্যবহার চোখে পড়েনি। তবে কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, প্রবেশের সময় মাস্কসহ জীবাণুনাশক ব্যবহার ও শরীরের তাপমাত্রা পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।

[৪] পেট্রো বাংলার উপ মহাব্যবস্থাপাক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান বলেন, কর্মরতদের ৮০ শতাংশ উপস্থিত রয়েছেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, উপস্থিতির সংখ্যা প্রায় শতভাগ। এছাড়াও বেসরকারি অফিসগুলোতেও কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি প্রায় স্বাভাবিক। তবে স্বাস্থ্য বিধি নিশ্চিতের বিষয়ে জানতে চাইলে, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও শরীরের তাপমাত্রা মাপার বিষয়টি নিশ্চিত করেন।

[৫] কর্মস্থলে সামাজিক দুরত্ব নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, প্রাতিষ্ঠানিভাবে এমন কোন ব্যবস্থা করা হয়নি। তবে নিজেদের উদ্যোগে সকলেই দুরত্ব বজায় রাখছেন।

[৬] কোভিড-১৯ সংক্রমণরোধে দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ থাকার পর শনিবার (৩০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় ১২ দফা নির্দেশনা জারি করে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়