শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা: জনসেবার মাধ্যমে অনুকরণীয় নজির স্থাপন করলেন ইসরাত জাহান পল্লবী

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া প্রতিনিধি : [২] বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে এতে আক্রান্ত হচ্ছে বিদেশ ফেরত ও সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, ডাক্তারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । তবে করোনার আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই যারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্যতম নজির স্থাপন করেছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মেয়ে ও নীলফামারী জেলার গৃহবধূ ইসরাত জাহান পল্লবী।

[৩] ইসরাত জাহান পল্লবী, একাধারে নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক , সভাপতি জেলা নারী উন্নয়ন ফোরাম, সংরক্ষিত সদস্য, জেলা পরিষদ, ও , বাংলাদেশ মেম্বারস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অদ্বিতীয়া নারী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা , আইনজীবী ও সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন।

[৪] সরকারি নির্দেশ অনুযায়ী দীর্ঘ সময় সাধারণ ছুটি থাকার কারণে নিম্ন আয়ের ও হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের সদস্যরা খাদ্যাভাবে পড়েছে তাদের খাদ্য অভাব দূর করার জন্য ত্রাণ এর ব্যবস্থা করেন সরকার। তার পাশাপাশি , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ইসরাত জাহান পল্লবী, ব্যক্তিগত উদ্যোগে, অসহায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের প্রায় আড়াই হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন । তাদেরকে খাদ্য সামগ্রী, কাপড়, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ ও ইফতার বিতরণ করে অনুকরণীয় নজির স্থাপন করেছেন তিনি ।

[৫] ইসরাত জাহান পল্লবী দীর্ঘ দিন যাবত সমাজ সেবা মূলক কর্মকান্ডের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন। বিশেষ করে তিনি সমাজের অবহেলিত নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন, তিনি তৃণমূল নারীদের সচেতন করতে এ্যডভোকেসি প্রোগ্রাম করেছেন বিভিন্ন ইউনিয়নে। কর্মহীন অভাবগ্রস্ত নারীদের এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে নিজ অর্থায়নে সেলাই মেশিন বিতরন সহ জেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অসহায় মানুষের দিকে হাত বাড়িয়েছেন।শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, বন্যাকবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ, শীতকালে দূর্গম চর এলাকায় গরম কাপড় বিতরণ, স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান সহ গড়ে তুলেছেন অনেক শিশু সাংবাদিক, তাদের নিয়ে বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন দীর্ঘ ১০ বছর। তার হাতে গড়া শিশু সাংবাদিকদের অনেকেই আজ সাংবাদিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত।

[৬] রাজনীতিতে রয়েছে তার স্বয়ংক্রিয় ভূমিকা নারী নেত্রী হিসেবে রাজপথে মিছিল করেছেন, সভা সমাবেশ ছাড়াও ঝুঁকি পূর্ণ কাজকে চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করেছেন। এবং ২০০৬ সাল থেকে তিনি পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন। অপরদিকে , জন প্রতিনিধি হিসেবেও এমন কোন ইউনিয়ন নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি । যেনো প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সমস্যা বাহির করে তার সমাধান করাই তার একমাত্র কাজ।

[৭] সফল এই সমাজসেবী ও নারী উদ্যোক্তা বাংলাদেশ সরকারের নারী উন্নয়ন ফোরামের কেন্দ্রীয় কমিটিতে জেলা পরিষদের নারী সদস্যদের যুক্ত করে "জেলা পরিষদ বিষয়ক বিভাগীয় কো-অর্ডিনেটর "(রংপুর) নিযুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ নারী উন্নয়ন ফোরামের সংশ্লিষ্ট সকলকে জানিয়েছেন ধন্যবাদ ও‌ কৃতজ্ঞতা।

[৮] ইসরাত জাহান পল্লবী বলেছেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মানুষের সেবা করে যেতে চাই। দেশের উন্নয়নের লক্ষ্যে প্রতিটি মানুষকে সচেতন করতে ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই সফল সমাজসেবী ও নারী উদ্যোক্তা ইসরাত জাহান পল্লবী ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়