শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ধাক্কা, খেলোয়াড় ও কর্মচারীদের অর্ধেক বেতন কাটছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট বোর্ডগুলো। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা খেলোয়াড়দের অর্ধেক বেতন কেটে রাখবে। সেই সঙ্গে কর্মচারিদেরও বেতনের ৫০ শতাংশ কেটে রাখবে তারা।

[৩] অন্তত আগামী ছয়মাস ক্রিকেটার এবং কর্মীদের বেতন থেকে এই অর্থ কাটা হবে। মূলত আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কবে ফিরবে মাঠে সেই বিষয়েও নিশ্চয়তা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছে তারা। - ক্রিকবাজ

[৪] এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, বর্তমানে বিশ্বের কোথাও কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে না এবং নিয়মিত ক্রিকেট কার্যক্রম কখন আবার শুরু হবে তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। এছাড়া অন্যান্য খেলাধুলা সংস্থার মতো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

[৫] কর্মীদের ভবিষ্যত চাকরির সুরক্ষা নিশ্চিত করতে ছাটাই না করে আপাতত বেতন কর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভস।

[৬] তিনি বলেন, এই মহামারির প্রভাব আমাদের সবার জন্যই বিরক্তিকর। আমাদের জীবদ্দশায় সবচেয়ে খারাপ সংকট এবং বর্তমান পরিস্থিতি কখন স্বাভাবিক হয় তার নিশ্চয়তাও নেই। আমরা স্বীকার করছি যে বেতন কর্তনের বিষয়টি আমাদের সমস্ত কর্মী, খেলোয়াড়, কোচ ও আম্পায়ারদের আর্থিকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মার্চ থেকে আমরা সবাইকে পুরো বেতনই দিয়ে আসছি কিন্তু সামনের কয়েকমাসের জন্য এরকম (বেতন কর্তন) সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিলনা। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়