শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসের সামনে ৫ ঘণ্টারও বেশি সময় বিক্ষোভাকারীদের সঙ্গে সিক্রেট সার্ভিসের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট : [২]  শুক্রবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে কয়েক’শ বিক্ষোভকারী আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেখায়।

[৩] সিএনএন জানিয়েছে, এদিন রাতে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধ্বস্তি চলে। বিক্ষোভাকারীরা সারিবদ্ধভাবে দাঁড়ানো কর্মকর্তাদের লক্ষ্য করে চিৎকার করে ও পানির বোতলসহ অন্যান্য বস্তু নিক্ষেপ করে এবং ধাতুর বেষ্টনি ভেঙে সামনে এগোনের চেষ্টা করে।

[৪] এক পর্যায়ে তারা ধাতুর বেষ্টনি তুলে ফেলে এবং সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের ধাক্কাধাক্কি শুরু করে। সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পুরো সময় ধরে বারবার প্রতিবন্ধক স্থাপন করে যায় আর বিক্ষোভারকারীরা ধস্তাধ্বস্তি করে তাদের সরানোর চেষ্টা করে।

[৫] কয়েকবার বিক্ষোভাকারীদের ধাক্কায় কর্মকর্তারা পিছু হটে যান। এসময় কয়েকজন সামান্য আঘাতও পান। এক পর্যায়ে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা বিক্ষোভাকারীদের পাল্টা ধাক্কা দিয়ে ও পেপার স্প্রে ব্যবহার করে তাদের পিছু হটানোর চেষ্টা করে।

[৬] পুরো সময় জুড়ে বিক্ষোভকারীরা নিহত ফ্লয়েডের পক্ষে শ্লোগান দেয় ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি উষ্মা প্রকাশ করে চিৎকার করে।

[৭] ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ শুরু হয়ে শনিবার ভোররাত সাড়ে ৩টার পর্যন্ত চলে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে।

[৮] বিক্ষোভকারীদের ভিড় কমার পর সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে লাফায়েট পার্ক ঘিরে তাদের বেষ্টনি ও পরিধি বৃদ্ধি করে।

[৯] এর আগে সন্ধ্যার দিকে ওয়াশিংটন ডিসিতে জড়ো হওয়া বিক্ষোভাকারীরা এগিয়ে আসার সময় প্রথমদিকে হোয়াইট হাউস লকডাউন করে দেয়া হয়। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন দিকে চলে গেলে রাত সাড়ে ৮টার একটু আগে লকডাউন তুলে নেয়া হয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা আবার ফিরে আসে।

[১০] বিক্ষোভ চলাকালে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস। বিক্ষোভকারীদের সহিংসতায় সিক্রেট সার্ভিসের উইনিফর্মড ডিভিশনের বেশ কয়েকজন কর্মকর্তা ও স্পেশাল এজেন্ট আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়