শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসের সামনে ৫ ঘণ্টারও বেশি সময় বিক্ষোভাকারীদের সঙ্গে সিক্রেট সার্ভিসের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট : [২]  শুক্রবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে কয়েক’শ বিক্ষোভকারী আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেখায়।

[৩] সিএনএন জানিয়েছে, এদিন রাতে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধ্বস্তি চলে। বিক্ষোভাকারীরা সারিবদ্ধভাবে দাঁড়ানো কর্মকর্তাদের লক্ষ্য করে চিৎকার করে ও পানির বোতলসহ অন্যান্য বস্তু নিক্ষেপ করে এবং ধাতুর বেষ্টনি ভেঙে সামনে এগোনের চেষ্টা করে।

[৪] এক পর্যায়ে তারা ধাতুর বেষ্টনি তুলে ফেলে এবং সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের ধাক্কাধাক্কি শুরু করে। সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পুরো সময় ধরে বারবার প্রতিবন্ধক স্থাপন করে যায় আর বিক্ষোভারকারীরা ধস্তাধ্বস্তি করে তাদের সরানোর চেষ্টা করে।

[৫] কয়েকবার বিক্ষোভাকারীদের ধাক্কায় কর্মকর্তারা পিছু হটে যান। এসময় কয়েকজন সামান্য আঘাতও পান। এক পর্যায়ে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা বিক্ষোভাকারীদের পাল্টা ধাক্কা দিয়ে ও পেপার স্প্রে ব্যবহার করে তাদের পিছু হটানোর চেষ্টা করে।

[৬] পুরো সময় জুড়ে বিক্ষোভকারীরা নিহত ফ্লয়েডের পক্ষে শ্লোগান দেয় ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি উষ্মা প্রকাশ করে চিৎকার করে।

[৭] ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ শুরু হয়ে শনিবার ভোররাত সাড়ে ৩টার পর্যন্ত চলে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে।

[৮] বিক্ষোভকারীদের ভিড় কমার পর সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে লাফায়েট পার্ক ঘিরে তাদের বেষ্টনি ও পরিধি বৃদ্ধি করে।

[৯] এর আগে সন্ধ্যার দিকে ওয়াশিংটন ডিসিতে জড়ো হওয়া বিক্ষোভাকারীরা এগিয়ে আসার সময় প্রথমদিকে হোয়াইট হাউস লকডাউন করে দেয়া হয়। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন দিকে চলে গেলে রাত সাড়ে ৮টার একটু আগে লকডাউন তুলে নেয়া হয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা আবার ফিরে আসে।

[১০] বিক্ষোভ চলাকালে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস। বিক্ষোভকারীদের সহিংসতায় সিক্রেট সার্ভিসের উইনিফর্মড ডিভিশনের বেশ কয়েকজন কর্মকর্তা ও স্পেশাল এজেন্ট আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়