শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুর জেলা প্রশাসক , প্রশাসন ক্যাডারে ২০ বছর ! সর্বমহলে, প্রশংসিত

তপু সরকার হারুন : [২] বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে ২০ বছরে পদার্পণ করলেন শেরপুরের জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব । শুক্রবার সন্ধ্যায় খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেরপুরবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি ।

[৩] শেরপুরে যোগদান করে তার সততা,কর্মদক্ষতা ,তৎপড়তায় ও সফলতায় সাধারণ মানুষ সহ সর্ব মহলে প্রশংসনীয় অর্জনে সক্ষম হয়েছেন। শেরপুরে যোগদানের শুরু থেকেই শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের কল্যাণে উনার চলার গতি সত্যিই প্রশংসনীয় । ২৯ মে রাতে হঠাৎ করেই ‘ডিসি শেরপুর’ আইডি থেকে প্রোফাইলের ছবি পরিবর্তন করা হয়। এর পরেই শুরু হয় শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।

[৪] হোসনেআরা হোসনা নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন- অভিনন্দন স্যার। যত দেখি ততই মুগ্ধ হই। দোয়া ও শুভকামনা রইল। রাব্বিনুর রহমান জুয়েল নামে একজন লিখেছেন- এমন ক্রান্তিকালে আপনি আমাদের জেলা প্রশাসক, আপনিসহ জীবন বাজি রেখে শেরপুর জেলায় কর্মরত সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

[৫] এদিকে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব একজন যোগ্য অভিভাবক। তিনি সততা ও যোগ্যতার সাথে শেরপুর জেলায় প্রশাসনিক কর্মকতৎপড়তা চালিয়ে আসছেন। করোনা পরিস্থিতিতে তিনি যে ভূমিকা রেখেছেন, তাতে প্রশংসা করে শেষ করা যাবে না। শুধু তাই নয় তিনি সত্যিকারেই শেরপুরকেও ভালবেসে ফেলেছেন।

[৬] উল্লেখ্য, জেলা প্রশাসক আনার কলি মাহবুব শেরপুরে যোগদানের আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০তম বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়