শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে হেলিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ৬ টার দিকে উপজেলার কালনা গ্রামের পেছনের ‘মরাপুরি’ বিলে বজ্রপাতে এই নিহতের ঘটনাটি ঘটে।

[৩] নিহত হেলিম তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের মৃত আবদুর রাশিদের ছেলে।

[৪] এলাকাবাসী ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) সকালে কয়েকজনের সঙ্গে ‘মরাপুরি’ বিলে মাছ চাষের জন্য কাজ করতে যান হেলিম। সকালে বৃষ্টির মধ্যেই হেলিম বিলেরপাড়ে কাজ করছিলেন।

[৫] ৬টার দিকে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় হেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

[৬] নিহতের স্বজনেরা জানায়, হেলিম ব্যক্তি জীবনে বিবাহিত। তিনি মা, স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

[৭] তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. বদরুল হাসান রনি বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

[৮] তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বজ্রপাতে কালনা গ্রামের বাসিন্দা হেলিম নামে এক কৃষকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়