শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক : নাগরিক সমাজ

মনিরুল ইসলাম : [২] করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ‍্যে সব ধরনের বাস-মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অধিকারকর্মীরা।

[৩] আজ শনিবার এক যৌথ বিবৃতিতে গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিসি) সভাপতি নুরুর রহমান সেলিম, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া এবং শিপিং এ‍্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সভাপতি আশীষ কুমার দে এই প্রতিবাদ জানিয়েছেন।

[৪] বিবৃতিতে তাঁরা বলেন, বাস মালিকেরা ভাড়া বাড়ানোর কৌশল হিসেবে সরকারের প্রস্তাব অনুযায়ী স্বাস্থ‍্যবিধি মেনে আসন সংখ‍্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু ভাড়া বৃদ্ধির গেজেট প্রকাশের পরই মালিকরা এই শর্ত বেমালুম ভুলে যাবেন। এছাড়া নগর পরিবহন বাসে তো এ নিয়ম মানাই হবে না। অতীতে বিভিন্ন সময়ে জ্বালানি তেলের মূল‍্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বৃদ্ধির পর তেলের দাম কমলেও ভাড়া কখনও কমানো হয়নি বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

[৫] নেতৃবন্দ বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম অনেক কমে গেছে। সরকারের উচিৎ দেশে জ্বালানির মূল‍্য কমিয়ে পরিবহন ভাড়া স্থিতিশীল রাখা। এছাড়া নেতৃবৃন্দ গণপরিবহন সংকট নিরসন ও বেসরকারি বাসমালিক ও শ্রমিকদের অর্থনৈতিক নিপীড়ন থেকে সাধারণ জনগণকে সারা দেশে বিআরটিসির সেবার পরিধি ও মান বৃদ্ধির জন‍্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়