শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ধোনির আপত্তিতে নিয়ম ভেঙে ২০১১ বিশ্বকাপ ফাইনালে দুবার টস হয়েছিল

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চেও নিয়ম ভাঙা হয়! ২০১১ বিশ্বকাপের ফাইনালে আপত্তি তুলে এমনটাই ঘটিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কেন তা করেছিলেন সেই কারণ জানান তখনকার শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। অবশ্য দুবার টস হেরেও ম্যাচ কিন্তু ঠিকই জিতে নিয়েছিল ভারত।

[৩] করোনায় স্থবির সময়ে ক্রিকেটাররা সোশ্যাল মাধ্যমগুলোতে বিস্তর আড্ডা দিচ্ছেন। বৃহস্পতিবার রবীচন্দ্র অশ্বিনের সঙ্গে তেমনি ইন্সটাগ্রাম আড্ডায় যোগ দেন সাঙ্গাকারা। সেখানেই সাঙ্গাকারার সঙ্গে টসের বিভ্রান্তি নিয়ে জিজ্ঞেস করেন অশি^ন। সাঙ্গা বলেন, আমি ড্রেসিংরুমে দাঁড়ানো ছিলাম, দেখলাম দুবার টস হলো। ভেতরে গিয়ে কোচকে জিজ্ঞেস করেও উত্তর পেলাম না। আসলে ঘটনাটা কি ছিল?

[৪] সাঙ্গাকারা জানান, এর কারণ ছিল দর্শক। প্রচুর দর্শক ছিল সেদিন। তারা সারাক্ষণই চিৎকার করছিল। শ্রীলঙ্কায় কখনো এমন হয়নি, কেবল ভারতেই দেখা যায় তা। একবার ইডেন গার্ডেন্সে স্লিপে দাঁড়িয়ে নিজের কথাই শুনতে পাচ্ছিলাম না। ২০১১ বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতেও একই দশা ছিল।

[৫] টসে কী ডেকেছিলাম আমার মনে আছে। কিন্তু ধোনি নিশ্চিত ছিল না আমি কী ডেকেছি। সে বলল তুমি কী টেইলস ডেকেছ? আমি বললাম, না, আমি হেডস ডেকেছি। কাজেই টসে কলের ডান শোনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

[৬] পরে ম্যাচ রেফারি জিওফ ক্রো যখন বললেন, আমি টস জিতেছি। তখনই মাহি বলল না না ও জেতেনি, এখানে বিভ্রান্তি আছে। এরপর ধোনির অনুরোধে আবার টস করতে রাজি হন সাঙ্গাকারা। দ্বিতীয়বার টসেও জেতে শ্রীলঙ্কা। কিন্তু এতদিন পর সাঙ্গাকারার মনে হয় টসটা হারলেই বোধহয় ভাল হত সেদিন।

[৭] সেদিন আগে ব্যাট করে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। কিন্তু সময়ের সঙ্গে ভাল হতে থাকা উইকেটে এই রান বেশ সহজ হয়ে যায় ভারতের জন্য। গৌতম গম্ভীর আর ধোনির ব্যাটে চড়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়