শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে চলবে আদালত

এস এম নূর মোহাম্মদ : [২] করোনা মোকাবেলায় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

[৩] সেই সঙ্গে পূর্বে হাইকোর্টে ভার্চুয়াল চারটি বেঞ্চ থাকলেও তা বাড়িয়ে ১১টি করা হয়েছে। শনিবার সুপ্রিম কোর্ট থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] বিচারপতি বোরহান উদ্দিনকে জরুরি ভ্যাট, কাস্টমস, ইনকামট্যাক্স সংক্রান্ত আবেদন এবং বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানকে সকল জরুরি রিট শুনানি করতে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি।

[৫] বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো.জাকির হোসেন এবং বিচারপতি মো. আশরাফুল কামালকে ফৌজদারি মোশন ও জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

[৬] বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে দুদক, মানিলন্ডারিং অাইন সংক্রান্ত ফৌজদারি রিট ও জামিন এবং বিচারপতি মো.মজিবুর রহমান মিয়াকে জরুরি দেওয়ানি মোশন সংক্রান্ত আবেদন শুনানি করতে দায়িত্ব দেয়া হয়েছে।

[৭] এছাড়া বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানকে অর্থ ঋণ ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত আবেদন এবং বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারকে অন্যান্য জরুরি আবেদন শুনানি করতে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়