শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬০ জন, মোট সুস্থ হয়েছেন ৯৩৭৫

মহসীন কবির : [২]  শনিবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩]  তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৬১০ জন। মোটা আক্রান্ত হয়েছেন ৪৪৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় ৫০টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৯৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৯৭ হাজার ৫৪ জনের।

[৪] তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন, মোট সুস্থ হয়েছেন ৯৩৭৫ জন। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৮ জনএবং অন্যান্য জেলার ১০ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন এবং বাড়িতে ২ জন।

[৫] তিনি জানান,  মৃতদের বয়স বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন। ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৬১০ জনের।

[৬]  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৬৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ৫২৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৮৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

[৭] আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়