শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পঙ্গপালের উৎপাতে বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি

ডেস্ক রিপোর্ট : [২] ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, বিমান উঠা-নামার সময় পঙ্গপালের বিশাল বিশাল ঝাঁক হুমকির কারণ হয়ে উঠেছে।

[৩] শুক্রবার ভারতের এয়ারলাইনসগুলোর জন্য প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানায়, সাধারণত পঙ্গপাল ভূমির কাছাকাছি উড়াউড়ি করে, তাই বিমান উড্ডয়ন বা অবতরণের সময় পঙ্গপালের ঝাঁকের মধ্য দিয়ে বিমান চালনা করতে হচ্ছে। পঙ্গপালের ঝাঁকের মধ্য দিয়ে বিমান উড়ার সময় সেন্সর ও অন্যান্য যন্ত্র বিকল হয়ে যেতে পারে যা পাইলটকে বিমানের গতি, দিক ও উচ্চতা সম্পর্কে ভুল তথ্য সরবরাহ করতে পারে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও একটি পঙ্গপাল আকারে খুবই ছোট তবে বিশাল কোন ঝাঁক যদি বিমানের সামনে পড়ে তবে পাইলটের সামনের কাঁচ ঘিরে ফেলতে পারে। এমনটা হলে অবতরণের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বিমান রানওয়েতে চলার সময় পাইলট সামনে না দেখলে ঝুঁকি রয়েছে।

[৫] এক্ষেত্রে এয়ারট্রাফিক কন্ট্রোলারদের প্রতি ডিজিসিএ'র নির্দেশনা হলো, বিমানবন্দরে পঙ্গপালের ঝাঁক দেখলে আগেই তা পাইলটকে অবগত করা।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইলটদের প্রতি কঠোর নির্দেশনা হলো, যতটুকু সম্ভব পঙ্গপালের ঝাঁক পরিহার করে বিমান চালনা করা। রাতের বেলায় পঙ্গপাল উড়াউড়ি করে না, তাই বিমানগুলা সেসময় উঠা-নামা করলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

[৭] পাকিস্তান ও পূর্ব আফ্রিকায় তাণ্ডব চালানোর পর ভারতের ৬ রাজ্যে ৪২ হাজার হেক্টর জমির ফসলে আক্রমণ করেছে পঙ্গপাল। সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়