শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পঙ্গপালের উৎপাতে বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি

ডেস্ক রিপোর্ট : [২] ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, বিমান উঠা-নামার সময় পঙ্গপালের বিশাল বিশাল ঝাঁক হুমকির কারণ হয়ে উঠেছে।

[৩] শুক্রবার ভারতের এয়ারলাইনসগুলোর জন্য প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানায়, সাধারণত পঙ্গপাল ভূমির কাছাকাছি উড়াউড়ি করে, তাই বিমান উড্ডয়ন বা অবতরণের সময় পঙ্গপালের ঝাঁকের মধ্য দিয়ে বিমান চালনা করতে হচ্ছে। পঙ্গপালের ঝাঁকের মধ্য দিয়ে বিমান উড়ার সময় সেন্সর ও অন্যান্য যন্ত্র বিকল হয়ে যেতে পারে যা পাইলটকে বিমানের গতি, দিক ও উচ্চতা সম্পর্কে ভুল তথ্য সরবরাহ করতে পারে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও একটি পঙ্গপাল আকারে খুবই ছোট তবে বিশাল কোন ঝাঁক যদি বিমানের সামনে পড়ে তবে পাইলটের সামনের কাঁচ ঘিরে ফেলতে পারে। এমনটা হলে অবতরণের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বিমান রানওয়েতে চলার সময় পাইলট সামনে না দেখলে ঝুঁকি রয়েছে।

[৫] এক্ষেত্রে এয়ারট্রাফিক কন্ট্রোলারদের প্রতি ডিজিসিএ'র নির্দেশনা হলো, বিমানবন্দরে পঙ্গপালের ঝাঁক দেখলে আগেই তা পাইলটকে অবগত করা।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইলটদের প্রতি কঠোর নির্দেশনা হলো, যতটুকু সম্ভব পঙ্গপালের ঝাঁক পরিহার করে বিমান চালনা করা। রাতের বেলায় পঙ্গপাল উড়াউড়ি করে না, তাই বিমানগুলা সেসময় উঠা-নামা করলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

[৭] পাকিস্তান ও পূর্ব আফ্রিকায় তাণ্ডব চালানোর পর ভারতের ৬ রাজ্যে ৪২ হাজার হেক্টর জমির ফসলে আক্রমণ করেছে পঙ্গপাল। সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়