শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পঙ্গপালের উৎপাতে বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি

ডেস্ক রিপোর্ট : [২] ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, বিমান উঠা-নামার সময় পঙ্গপালের বিশাল বিশাল ঝাঁক হুমকির কারণ হয়ে উঠেছে।

[৩] শুক্রবার ভারতের এয়ারলাইনসগুলোর জন্য প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানায়, সাধারণত পঙ্গপাল ভূমির কাছাকাছি উড়াউড়ি করে, তাই বিমান উড্ডয়ন বা অবতরণের সময় পঙ্গপালের ঝাঁকের মধ্য দিয়ে বিমান চালনা করতে হচ্ছে। পঙ্গপালের ঝাঁকের মধ্য দিয়ে বিমান উড়ার সময় সেন্সর ও অন্যান্য যন্ত্র বিকল হয়ে যেতে পারে যা পাইলটকে বিমানের গতি, দিক ও উচ্চতা সম্পর্কে ভুল তথ্য সরবরাহ করতে পারে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও একটি পঙ্গপাল আকারে খুবই ছোট তবে বিশাল কোন ঝাঁক যদি বিমানের সামনে পড়ে তবে পাইলটের সামনের কাঁচ ঘিরে ফেলতে পারে। এমনটা হলে অবতরণের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বিমান রানওয়েতে চলার সময় পাইলট সামনে না দেখলে ঝুঁকি রয়েছে।

[৫] এক্ষেত্রে এয়ারট্রাফিক কন্ট্রোলারদের প্রতি ডিজিসিএ'র নির্দেশনা হলো, বিমানবন্দরে পঙ্গপালের ঝাঁক দেখলে আগেই তা পাইলটকে অবগত করা।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইলটদের প্রতি কঠোর নির্দেশনা হলো, যতটুকু সম্ভব পঙ্গপালের ঝাঁক পরিহার করে বিমান চালনা করা। রাতের বেলায় পঙ্গপাল উড়াউড়ি করে না, তাই বিমানগুলা সেসময় উঠা-নামা করলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

[৭] পাকিস্তান ও পূর্ব আফ্রিকায় তাণ্ডব চালানোর পর ভারতের ৬ রাজ্যে ৪২ হাজার হেক্টর জমির ফসলে আক্রমণ করেছে পঙ্গপাল। সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়