শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৈনিক পূর্বকোণের প্রকাশনা সাময়িক বন্ধ

মাজহারুল ইসলাম : [২] শুক্রবার দুপুরে পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন অফিসিয়াল চিঠির মাধ্যমে পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ রাখার কথা জানান। তবে পত্রিকাটির অনলাইন সংস্করণ যথারীতি চালু আছে। ২ সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত এবং অঙ্গপ্রতিষ্ঠানের এক কর্মীর মৃত্যুর পর চট্টগ্রামে দৈনিক পূর্বকোণের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৩] ঈদের ছুটি একদিন বাড়িয়ে শুক্রবার থেকে চট্টগ্রামের সব পত্রিকার কার্যালয় চালুর সিদ্ধান্ত নিয়েছিল মালিকদের সংগঠন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে পূর্বকোণ সম্পাদক রমিজউদ্দিন চৌধুরী পত্রিকার প্রকাশনা আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

[৪] পত্রিকাটির জ্যেষ্ঠ প্রতিবেদক ও অনলাইন ইনচার্জ সাইফুল আলম জানিয়েছেন, সম্প্রতি পত্রিকার একজন জ্যেষ্ঠ সহসম্পাদক ও একজন আলোকচিত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের অঙ্গপ্রতিষ্ঠানের হিসাব বিভাগের একজন কর্মী গত ২৪ মে আকস্মিকভাবে মারা গেছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে।

[৫] সাইফুল আলম বলেন, আমরা শুরু থেকেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছিলাম। যেহেতু কয়েকজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, কর্তৃপক্ষ এখন পুরো অফিসকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। জীবাণুনাশক চেম্বার বসানো হয়েছে। থার্মাল স্ক্যানার আনা হচ্ছে। এসব কাজে যতদিন সময় লাগে, ততদিন প্রকাশনা বন্ধ থাকবে। সাইফুল আলম বলেন, সম্পাদক সংবাদকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে নির্দেশনা দিয়েছেন। ইত্তেফাক, প্রথমআলো, সারাবাংলা, রাইজিংবিডি, বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়