শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্লাজমা ব্যাংক’ করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাসের নমুনা শনাক্তের কিট উদ্ভাবনের পর এবার এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতার পরিপ্রেক্ষিতে ‘প্লাজমা ব্যাংক’ করার উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

[৩] শুক্রবার তিনি বলেন, প্লাজমা একটি প্রতিষেধক। যারা আক্রান্ত হয়েছে তাদের রক্ত থেকে প্লাজমা প্রতিষেধক তৈরি করা হয়। আমরা (গণস্বাস্থ্য কেন্দ্র) এরকম একটি প্লাজমা ব্যাংক করতে চাই। এজন্য আমরা কাজ শুরু করেছি। সবার সহযোগিতা আমরা চাই।

[৪] আমরা সকলকে নিয়ে এই প্লাজমা ব্যাংক করতে চাই। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ খান, শিশু হাসপাতালের ডা. হামিদ রয়েছেন। এরা মহৎ কাজ করছেন। তাদেরকে নিয়ে আমরা নগর হাসপাতালে খুব বড় আকারে এটা করতে চাই। যাতে দিনে ১০০ মানুষকে আমরা প্লাজমা দিতে পারি।

[৫] জাফরুল্লাহ বলেন, আমার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর অধ্যাপক মহিউদ্দিন খান ফোন করে প্লাজমা থেরাপি নেওয়ার পরামর্শ দেন। এরপর আমি প্লাজমা নিই। ডিএমসির সরকারের ট্রান্সমিশন থেকে আমি এটা পেয়েছি। আমি এই থেরাপিতে উপকার পাচ্ছি।

[৬] প্লাজমা থেরাপি ম্যাজিকের মতো কাজ করে। আমি নিজে নিয়ে এটা বুঝতে পারছি। আক্রান্ত হওয়ার পর বেশ দুর্বল অনুভব করেছিলাম। প্লাজামা নেওয়ার পর ভালো অনুভব করছি। প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠায় কয়েক কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে বলে জানান তিনি।

[৭] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, সব করোনা রোগীর প্লাজমা পাওয়া দুষ্কর। শুধু আমরা কয়েকজন এই সুবিধা পাব, দেশের সাধারণ মানুষ পাবে না, তা হতে পারে না। প্লাজমা ব্যাংক করতে হলে কয়েক কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হবে, এর ফলে প্রত্যেকটা মানুষ এই প্লাজমা চিকিৎসা নিতে পারবেন। যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন ও যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে তারা খুব সহজে এটা ডোনেট করতে পারবে।

[৮] শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাফরুল্লাহ বলেন, এখন (দুপুর ২টা) শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি। ভালো অনুভব করছি। গতকাল রাতে আমি ডায়ালাইসিস করিয়েছি এবং প্লাজমা থেরাপি নিয়েছি। এ নিয়ে দুইবার নিলাম। সাপ্তাহে একবার নেয়া ভালো।
সকালে পরোটা ও ডিম পোচ এবং দুপুরে মুরগীর মাংস এবং রুটি খেয়েছেন বলে জানান তিনি। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়