শিরোনাম

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরিচা ঘাটে নদী ভাঙ্গন রোধে কাজ শুরু

ইসমাঈল হুসাইন ইমু : [২] গত কয়েকদিনে আরিচা ঘাটে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যেই ঘাট এলাকার বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চলে গেছে নদী গর্ভে। বেশ কিছু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল সড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে নিয়েছে, আতংকে রয়েছে বহু ব্যবসায়ী ।

[৩] শিবালয় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহামুদ জানান, ভাঙ্গনের অবস্থা তিনি ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকির হোসেন সরেজমিনে গিয়ে ভাঙ্গনের তীব্রতা দেখে স্থানীয় এমপি নাইমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খানকে জানান। এছাড়া ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি অবহিত করলে ভাঙ্গন এলাকা পরিদর্শন করে সাময়িক ভাবে ভাঙ্গন রোধে বরাদ্দ দেন।

[৪] ইতিমধ্যেই আরিচা ঘাট এলাকা রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তরুন সমাজ সোস্যাল মিডিয়ায় নদী ভাঙ্গন ঠেকাও, আরিচা বাঁচাও নামে গ্রুপ খুলে ব্যপক প্রচার প্রচারণা করছে। এরই ধারাবাহিকতায় শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম’র সঙ্গে মুঠোফোনে ভাঙ্গনের তীব্রতা তুলে ধরে বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেন।

[৫] পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আরিচা ঘাট রক্ষার জন্য যা কিছু করা দরকার তাই করার আশ্বাস দেন। তিনি বলেন, আরিচা ঘাট অবশ্যই টিকে থাকবে আতংকিত হবার দরকার নেই। আমরা যত দ্রæত সম্ভব নদী ভাঙ্গন রোধ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়