শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত:অস্ত্র  ও গুলি উদ্ধার

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [২]কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য ইসহাক নিহত হয়েছেন।
[৩]এ ঘটনায় তিন র‍্যাব সদস্য আহত হয়েছেন।এ সময়  ঘটনাস্থল থেকে দু'টি ওয়ান শুটারগান ও ৬রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
[৪]শুক্রবার ভোররাতে উপজেলার খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
[৫]সেই  কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।
[৬]নিহত হলেন,উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার আব্দুল মোতালেব এর ছেলে ইসহাক(৩২)।আহত তিন র‍্যাব সদস্যরা হলেন,শহিদুল ইসলাম(৩৮),আব্দুল খালেক(৪৫)ও মোঃ হালিম খান(৩৫)।
[৭]কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,খোন্দকার পাড়ায় একদল ডাকাত অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়।এতে র‍্যাবের তিন সদস্য আহত হন।আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠে।পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি ওয়ানশুটার,৬টি গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় ইসহাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৮]তিনি আরো বলেন,মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়