শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরাইলে ইহুদিদের ধর্মীয় প্রাচীন স্থাপনায় পাওয়া গেল গাঁজা

ইসমাঈল আযহার: [২] ১৯৬৩ সালের ঘটনা। ইসরাইলের মৃত সমুদ্রের (ডেড সি) পশ্চিমে অবস্থিত তেল আরাদের প্রত্নতাত্ত্বিক এলাকা বারসেবা ভ্যালির অত্যন্ত পবিত্র জায়গা আলাদ পেলইন মন্দিরে চুনাপাথরের দু’টি বেদী পাওয়া যায়। বারসেবা ভ্যালির নিচ দিকে ছোট শহর ও উপরের দিকে পাহাড় রয়েছে।

[৩] সেখানকার একটি মন্দিরে হিব্রুতে ঈশ্বরের নাম লেখা আছে, যা বাইবেলেও উল্লেখ আছে। সেখানে পাওয়া চুনাপাথরের দুই বেদী বর্তমানে ইসরাইলের যাদুঘরে রয়েছে। গবেষকরা বলছেন, ওই বেদী দুই ধরনের উপকরণ পাওয়া গেছে। তার মধ্যে একটি হলো গাঁজার গাছ।

[৪] গবেষকরা বলছেন, এই প্রথম এই অঞ্চলে প্রাচীন গাঁজার উপস্থিতির প্রমাণ মিলল। জেরুসালেমে অবস্থিত ইসরাইল মিউজিয়ামের কিউরেটর ইরান আরিয়ে বলেন, সারাবিশ্বের মানুষ, বিশেষ করে করে প্রাচ্যের মানুষজন জানে যে, পরমাত্মার সান্নিধ্য লাভের আশায় বিভিন্ন সংস্কৃতিতে ভাবাবেগকে অন্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের মাদকের ব্যবহার হতো।

[৫] তিনি আরও বলেন, ইহুদিরা এ ধরনের চর্চা করেছে বলে আগে ধারণাই ছিল না। ইহুদিদের প্রাচীন একটি স্থাপনায় আমরা গাঁজা পেয়েছি। যা ইহুদি সম্প্রদায় সম্পর্কে নতুন কিছু বলে। পরবর্তী সময়ে জেরুসালেমে গাঁজার ব্যবহার হয়েছে বলেও আন্দাজ করেন তিনি। এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গেছে অন্যান্য সংস্কৃতির মধ্যে বিশেষ করে পাহাড়ে, আফ্রিকার বুগান্ডা এলাকায়, ব্রাজিলের টেনেটেহারা বিভিন্ন ধর্মীয় উৎসবে গাঁজা ব্যবহার করেছে। সূত্র: ইস্ট বে টাইমস, কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়