শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভার্চুয়াল কোর্টে ২১ হাজার আসামির জামিন

এস এম নূর মোহাম্মদ : [২] সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত থেকে ১০ দিনে এ জামিন দেয়া হয়। এর মধ্যে নিম্ন আদালতে ২০ হাজার ৯৩৮ ও হাইকোর্টে ৭৫ আসামির জামিন হয়। নিম্ন আদালতে আসা ৩৩ হাজার ২৮৭ টি আবেদন নিষ্পত্তি করে এসব জামিন মঞ্জুর করেন আদালত।

[৩] ১১ মে থেকে জামিন দেয়া শুরু হয়। সেদিন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালাতে এক আসামির জামিনের খবর আসে। ১২ মে সারাদেশে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১ জন, ১৭ মে ৩ হাজার ৪৪৭ জন, ১৮ মে ৩ হাজার ৬৩৩ জন, ১৯ মে ৪ হাজার ৪২ জন ও ২০ মে ৪ হাজার ৪৮৪ জনের জামিন হয়।

[৪] ঈদের ছুটির পর ২৭ মে ৮৭৬ জন এবং ২৮ মে ১ হাজার ৪৭৭ জনকে জামিন দেয় নিম্ন আদালত। এর আগে দীর্ঘ সময় আদালত বন্ধ থাকার পর ভার্চুয়ালি মামলা শুনানি করতে অধ্যাদেশ জারি করা হয়। এরপরই ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

[৫] এদিকে করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে স্বাভাবিক কার্যক্রম চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সে এ বৈঠকে অংশ নিবেন। যদিও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিধি বাড়িয়ে ভার্চুয়াল কোর্ট চালানোর পক্ষে মত দিয়েছেন অনেক আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়